গগণের নীল পথ ধরে সময় বয়ে যায়
সময়ের ডানাগুলো আমারি বুকে
পাখা ঝাপটায়।
আমি এক শূন্য নাবিক
তরীর মিছিলে মিছিলে
হারিয়ে যাই গুলইয়ে গুলইয়ে
তির তির তৃষিত কম্পন জাগে জলে
মরু-শূন্যতা ভিজলো না ডুবে, নেয়ে।
উদাসী আকাশ, হিমেল বাতাস
জীবনের ভোর,
কঙ্কর চেটে রক্ত বহাতে
আজো পরিকর।
হতাশা নেই,
সময়ের ক্রোড়ে তাপিত শিশুর!
২৭.০২.২০০১
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
ছবির জন্য [link|http://redondowriter.typepad.com/sacredordinary/time.jpg|K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



