যামিনী এখন তোমায় বললো রাত
তুমি প্রদীপ জ্বালাতে পার।
ভোরের পাখিরা বললো এখন প্রভাত হবে
তুমি ঘুম ভেঙ্গে শুরু কর দিবসের গান।
মেঘলা আকাশ বললো এখন বৃষ্টি দেব
তুমি বুকের কপাট খুলে জড়িয়ে নিলে জলকণা।
দক্ষিণা বাতাস বললো ঘাম জুড়াবে
তুমি ঝলসানো দিন গুটিয়ে নিলে গাছের ছায়ায়।
চলতি পথের আঁকড়ানো ধুল্ নোংরা দেবে
নেবে কি তা আপন বসন নিন্দ করে?
এক প্রজাতির অন্ধ তোমায় মন্দ দিল
বিনিময়ের দ্বন্ধ তুমি পারবে দিতে?
-বন্ধু বলো?
২৭.১১.২০০৬
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য [link|http://www.genoabay.net/images/mull/good_news.jpg|K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



