বদলে আবার আগের মতন হবো
সেই পুরোনো সন্ধ্যাতারার কাছে
নতুন কিছু দু:খ বলার আছে
খুব গোপনে তার কাছে সব কবো।
আমার যে সুখ হারিয়ে গেছে ধীরে
যে দিন গেছে অন্ধকারের ঘরে
যে সব স্বপ্ন আগেই গেছে ঝরে
শুধুই গেছে, কেউ আসেনি ফিরে।
কেউ ফেরেনি আমার শুধুই আমি
আমিই আমার নিশিথ জাগার সাথি
নিজের কথায় নিজেরই সুর গাঁথি
আমার সুরে দু:খ অনেক দামী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



