কিছু গান কিছু সময়কে ধরে রাখে। রাখে সেই সময়ের অনুভবগুলোকে।খুব বাজে গানও কোনো বিশেষ মুহুর্তের কারনে হয়ে উঠতে পারে বিশেষ কিছু। পরবর্তিতে যেকোন সময়ই এই গান শুনা হোক না কেন সেই অতীত সময়টাই মূর্ত হয়ে উঠে।এমনি একটি গান" জানালা খোলা দেখে থমকে দাড়ালো"আমি যখন প্রথম এই পোড়া দেশে আসি, আমার ছেলের বাপ ব্যস্ত তার কাজ নিয়ে।জানালায় দাড়ালে একটুউচুনীচু পাহাড়ের ঢালে বেড়ে উঠা জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যায় না। এই জঙ্গলের মাঝদিয়ে ই চলে গিয়েছে হাইওয়ে।দূর থেকে ভেসে আসা গাড়ীর শব্দ ছাড়া নিরব নির্জন সেই বাসা।জানালার পাশে কম্পিউটার ই সঙ্গী।যেহেতু আমার ছেলের বাপ গান পছন্দ করে খুব, অনেক গান আছে তার পিসি তে।এই গান টি তখন এতো ভালো লেগে যায়।বার বার শুনতে ইচ্ছে হয়।প্রতিটা লাইন অন্য রকম সুর..।শুনে মনে হয় খুব সোজা কিন্তু গাইতে গেলে আমার মতো পাবলিক ও বুঝতে পারে প্রতিটি শব্দ সে গেয়েছে নিখুদ করে, কি জেন একটা ভাঙ্গা চোড়া আছে,ঠিক সোজা সাপ্টা বিষয়টা না।
ভালো লেগে যায় ,সুরের কারনে..ভালো লাগে কথা,কম্পোজিশন..আজও সেই একাকী অনুভব গুলো ফিরিয়ে দিল এই গানটি।
জানালা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্ট হওয়ায় ঊড়া এলোমেলো সুর
আমার কানে কিছু বলতে এলো সে
হাত ছানি তার, অজানায় , বহুদূর
জানালা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্ট হওয়ায় ঊড়া এলোমেলো সুর
আমার কানে কিছু বলতে এলো সে
হাত ছানি তার অজানায় বহুদূর
জানালা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্ট হওয়ায় ঊড়া কিছু এলোমেলো সুর
শাওন মেঘের দেওয়া বৃষ্টি যেখানে পড়ে
ভেজা সে মাঠে গান গাওয়া
টুকরো সুখের দেওয়া একটু আদর ছুঁয়ে
অভিমান জলে ভেসে যাওয়া
বলতে না পরা কথা বলে গেল সেই সুর
বলতে না পারা কথা বলে গেল সেই সুর
ভাসলো আকাশ অজানায় ব হুদূর
জানালা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্ট হওয়ায় ঊড়া এলোমেলো সুর
তোমার আমার কাছে সুর আসে মাঝে মাঝে
ফিরে আসে সেই চেনা হাওয়া
বলে যায় আজও যেন কিছুটা সময় আছে
পড়ে আছে কত চাওয়া পাওয়া.
যতদিন পার তুমি বুকে টেন এই সুর
যতদিন পার তুমি বুকে টেন এই সুর
ডাকবে আকাশ অজানায় ব হুদূর
জানলা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্ট হওয়ায় ঊড়া এলোমেলো সুর
আমার কানে কিছু বলতে এলো সে
হাত ছানি তার অজানায় ব হুদূর
জানলা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্ট হওয়ায় ঊড়া এলোমেলো সুর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


