তিন চার দিন আগে থেকে যখন সামুতে পরিক্ষামুলুক বিজ্ঞাপন দেখা যেতে লাগল তখন চিন্তা করতে লাগলাম কি ধরনের কোম্পানি সামুতে বিজ্ঞাপন দিতে পারে?
নিজে যেহেতু কিউবী ব্যাবহার করি এবং ওরাও যেহেতু ইদানীং প্রচুর বিজ্ঞাপনে খরচ করতেসে তাই কিউবির কথা মনে পরল যেহেতু ওরা ইন্টারনেট সরবরাহকারী এবং সামুর ব্যাবহারকারি রাও ইন্টারনেট ব্যাবহার করে তাই উভয় পক্ষ লাভবান হবে বিধায় এই চিন্তাটা করলাম ।
এই ব্যাপারে পরামশ দিতে কিউবির ফেসবুক ফান পেজএ ঢুকে কমেন্ট করতে গিয়া মনে পরল আমিতো ওদের পেজে ব্লক, ওদের সেবা নিয়া দুটি জনপ্রিয় অনলাইন দৈনিকের রিপোর্ট শেয়ার করায় আমি ব্লক ।
সামুতে শুধু বেকাররা আসে এটা ঠিকনা বরং সামুর সব ব্লগার, পাঠক নিজ নিজ জায়গায় সফল ও গুরুত্বপূর্ণ পদে আসীন
যা হোক ALEXA RANKING এ এই মুহূর্তে সেরা ১১তে থাকা সামুতে বিজ্ঞাপন দেয়ার সময় উপযোগী পদক্ষেপ নেয়ায় কিউবিকে ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




