আমি রাজনীতির মধ্য মাঠের বীর সৈনিক।
তাই মাঝে মাঝে হেরে যাই ওদের কাছে,
যারা তীর্থের কাক হয়ে তোমার জন্য বসে আছে।
আমি বক্তৃতা দিয়ে রাজপথ গরম রাখি।
তাই কাব্যমালা লিখা হয় না তোমার জন্য,
অথচ তোমার কথা লিখে ওদের জীবন হলো ধন্য।
আমি জেলের খাচায় বন্দি হয়ে নন্দিত হই।
তাই তোমার খাচার পাখি আমায় দেয় না ধরা,
ওরা কিন্তু তোমার খাচায় বন্দী হতেই পাগলপাড়া।
আমি স্লোগান মুখর আন্দোলনের সামনে থাকি।
তাই তোমার মনের আন্দোলনের খোজ রাখি না,
ওদের স্লোগান- তুমি ছাড়া সকল কিছুই বিরম্বনা।
ওরাই বলল, আজকে নাকি ভালবাসার দিবস।
তাই ছন্নছাড়া এই বেচারা সাত সকালে হাজির,
কি করবে আজ? দেবে কি গো তোমার মনের আবির?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




