বেশ কিছুদিন যাবৎ একটা বিপদে ছিলাম। ব্লগে এসে লগ ইন করার কিছুক্ষণের মধ্যেই লগ আউট হয়ে যেতো। মারাত্মক সমস্যা। প্রথমে মনে করলাম নেট স্পীড কম থাকার কারণে এমন হচ্ছে। কিন্তু নেট স্পীড পরিবর্তন করে ভাল স্পীড ব্যবহার করেও কোন সুফল পাইনি।
এরপর জানালাম সামু কর্তৃপক্ষকে। তারা ইমেইলের মাধ্যমে আমাকে জানালো যে অচিরেই আমার সমস্যা দূরা করা হবে এবং আমি ব্লগ ঠিকমত ব্যবহার করতে পারবো। কিন্তু কিছুতেই কিছু হলো না। যার কারণে কোন মন্তব্যও লিখতে পারতাম না। দেখতাম লগ ইন করে মন্তব্য লিখেছি, এরপর যখনি প্রকাশ করার জন্য ক্লিক করছি, লেখা আসছে ইউ আর লগড আউট।
তবে হঠাৎ করেই গত তিন দিন ধরে সমস্যাটি দূর হয়েছে। কিন্তু কি কারণে সমস্যাটির সৃষ্টি হয়েছিল এবং কিভাবে এটার সমাধাণ হলো বুঝতে পারিনি আজো। আমার মনে হয়, আমার আউডি টা কোন হ্যাকার হ্যাক করেছিল। হয়তো আমার কোন মন্তব্য তার পছন্দ হয়নি তাই হ্যাক করে দিয়েছিল যাতে আমি আর কারো লেখার উপর মন্তব্য করতে না পারি। আমার মন্তব্যগুলো আবার একটু বেশী সরাসরি।
যাই হোক এখন আমি খুশী। আজ শুধু মন্তব্য নয় লেখাও পোস্ট করতে পারছি। আপনাদের সবাইকে আবার অভিনন্দন। আর আমার এ পোস্টে মন্তব্য করার কোন দরকার নেই। শুধু পড়লেই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


