শুধু একটি কথা -
তোমার মুখ দেখে ভুলে যাই, প্রিয়া।
কেমনে বলিব তাহা-
যত কঠিন তত সহজ তবু কেন ভয়
শুধু মনে মনে ভাবি, এইবার বলিব আমি ।
ছোট্র একটি কথা খুব সুন্দর তুমি ।
তাও বলিনি আমি ।
কোথায় যেন বাধা ।
শুধু দূর থেকে তোমাকে দেখি
আর ইচ্ছে মতো ভাবি
সত্যিই তুমি সুন্দর ।
তুলনা হয় না তোমার ।
বাকাঁ চোখে যখন দেখ আমায়
হরিণীর মতো লাগে তোমায়।
তুমি আসবে তো,
অরণ্য ঘন ঐ সবুজ বনায়নে
নয়তো তোমারই পুষ্প কাননে।
যেখানে থাকবে শিমুল, পলাশ আর জুঁই, চামেলী।
হয়তো বা তুমি হবে তাদের রাণী।
চাঁদনী রাতে তোমাকে খুঁজে নেব আমি
আমাকে ফেলে যেও না তুমি
শুধু একবার প্রিয়া বলে ডাকব আমি।
Hamidur Rahman ( Palash )
Now Saudi Arabia
Mobile: +966508752891
E- mail: [email protected]
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



