আনসার সদস্যরা রাস্তা আটকে বিক্ষোভ করতেছে,
পল্লী বিদ্যুত অফিসের কর্মচারীরা ঘোষণা দিছে, দাবি না মানলে তারা গণছূটিতে যাবে। বিদ্যুত সাপ্লাই বন্ধ করে দেবে।
এই পরিস্থিতিতে যেখানে রিকশাওয়ালা থেকে শুরু করে ১২ বছরের বাচ্চাও দেশের জন্য নিজের মাটির ব্যাংক দিয়ে দিতেসে, সেই সময় এসব সরকারি কর্মচারীদের এই লেভেলের অসহযোগিতা কোনভাবেই গ্রহণযোগ্য না।
এরা যে দেশের শত্রু, দেশের জন্য এদের মধ্যে কোন মায়া মমতা নাই, এটা এরা আগের সরকারের সময় যেমন প্রমাণ করেছে, এখনও সেটাই প্রমাণ করতেছে।
এবং স্বল্পমেয়াদে আর যাই হোক, দীর্ঘমেয়াদে এদের দায়িত্বে রেখে দেশ আগাইতে পারবে না। এরা আগাইতে দেবেও না।
জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা নেওয়া এসব সরকারি বাহিনী যদি জনগণের বিরুদ্ধে যাইয়াই অবস্থান নেয় সবসময়, তাহলে এদের দিয়ে আমাদের কাজ কী?
এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তারা জাতির শত্রু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



