"সমাজের নির্যাতিত মানুষের নীরব হাহাকারকে পরিণত করবো দ্রোহের আগুনে।"
এই শ্লোগানকে সামনে রেখে মাসিক পত্রিকা "চিৎকার" ইনশাআল্লাহ আগামী মাসে বের হতে যাচ্ছে। সমাজে ঘটা অন্যায় অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে যখন রাষ্ট্র-যন্ত্র নির্বিকার, রাষ্ট্রই যখন অত্যাচারের হাতিয়ার তখন আন্দোলন আর সংগ্রামের দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ একটি জাতি নির্বিকার থাকতে পারে না। আমাদেরকে জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জুলুমের বিরুদ্ধে আমাদের এই চিৎকারেরই প্রতিধ্বনি “চিৎকার” নামক সাময়িকী।
১. Citizen journalism অর্থাৎ নাগরিকদের সাংবাদিকতার উপর ভিত্তি করে “চিৎকার” পরিচালিত হবে।
২. সমাজের সর্বস্তরে ঘটা শোষণ, দুর্নীতি আর অবিচারকে প্রত্যক্ষদর্শীর ভাষায় জানতে ও জানাতে চাই।
৩. “চিৎকার” হবে শোষণ আর অবিচারের বিরুদ্ধে এক নির্ভীক প্লাটফর্ম।
আসুন নির্যাতনের বিরুদ্ধে এক হই, দুর্নীতির বিরুদ্ধে জাগ্রত হই। চিৎকারে লেখা পাঠান আর আমাদের সঙ্গে থাকুন।
যারা লেখা পাঠাতে ইচ্ছুক তারা [email protected] এই ঠিকানায় লেখা পাঠান। লেখার বিষয় হতে হবে
• দেশের সমস্যা নিয়ে, সমস্যা সমাধানে আপনার চিন্তা,
• দেশ নিয়ে আপনার স্বপ্ন,
• আন্তর্জাতিক রাজনীতি,
• কবিতা, ভ্রমণ কাহিনী, রম্য ইত্যাদি বিষয়ও লেখা পাঠাতে পারেন।
ধন্যবাদ
https://www.facebook.com/citkarmagazine

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



