গত ১০ অক্টোবর,সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ইফতেখার মাহমুদ’র(ইনি পাবনা মেডিকেল কলেজেরও প্রিন্সিপাল) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো কলেজের। কুষ্টিয়া মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং ইনস্টিটিউট(ম্যাট আই) হচ্ছে কলেজের অস্থায়ী কার্যালয়।
(চিত্রে সবুজ এরোর স্থানে ম্যাটস ভবন)
সকাল ১০টায় ম্যাটস অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কলেজের নবনিযুক্ত প্রিন্সিপালের বরণ অনুষ্ঠানের আয়োজন করে বিএমএ। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী। কুষ্টিয়া ম্যাটস’র প্রিন্সিপাল কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু, হাজী রবিউল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র কুষ্টিয়া জেলা সভাপতি গোলাম মহসীন, জেলা শ্রমিকলীগ সভাপতি গোলাম মোসত্মফা, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী সেলিনুর রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী ডাঃ আসমা জাহান লিজা প্রমুখ। বিএমএ আহবায়ক ডাঃ আমিনুল হক রতন’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আজগর আলী বলেন ‘আজ আমাদের তথা কুষ্টিয়াবাসীর আনন্দের দিন। কারণ কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ যাত্রা থামবেনা। চলবে বিরামহীন।'
উল্লেখ্য ২ বছর আগে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
লক্ষ্য করুন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী সাহেব কুষ্টিয়া মেডিকেল কলেজকে সম্পুর্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন কিন্তু তিনি যেখানে দাঁড়িয়ে এই উক্তিটি করেছেন সেই MATS(Medical Assistant Training School) এর সকল Academic Activities ২৪ সেপ্টেম্বের থেকে ১১ অক্টোবর পর্যন্তু কিছু অপরাজনৈতিক কারনে বন্ধ ছিল । কারনটা হলো MATS(Medical Assistant Training School) এর ছাত্রাবাসে থাকা ছাত্রদের স্থানীয় কিছু রাজনৈতিক দলের পোলাপানকে চাঁদা দিতে অস্বীকার করা ।
যাহোক নিরাশার কত ঘটনাই তো আমাদের চারপাশে ঘটে । তবু আমরা আশা নিয়েই বেচে থাকি , সামান্য তন্দ্রা আসলেই আমাদের চোখ ভরে যায় অগুনিত স্বপ্নে , আমরা স্বপ্ন দেখি একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাসের , একটি Load shedding মুক্ত রাতের , একটি Traffic jam মুক্ত সকালের ,একটি হরতাল মুক্ত শাসন কালের , একটি লোভী, স্বার্থান্ধ আমলা মুক্ত সরকারের্, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
আমরা জানি এইসব স্বপ্ন সত্য হবার নয় । তবুও স্বপ্ন দেখি ,কেননা বেঁচে থাকার খুব বেশী উপকরন আমাদের নেই .....................। স্বপ্নই কিছু মানুষের বেঁচে থাকার পূজিঁ ..............................।।
কুষ্টিয়াবাসীর নিরন্তর দেখা এই স্বপ্ন যেন সত্যি হয় , সেই প্রার্থনায় ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


