somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ হোক এ অগ্রযাত্রা (কুষ্টিয়া মেডিকেল কলেজ)

১৫ ই অক্টোবর, ২০১১ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ১০ অক্টোবর,সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ইফতেখার মাহমুদ’র(ইনি পাবনা মেডিকেল কলেজেরও প্রিন্সিপাল) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো কলেজের। কুষ্টিয়া মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং ইনস্টিটিউট(ম্যাট আই) হচ্ছে কলেজের অস্থায়ী কার্যালয়।

(চিত্রে সবুজ এরোর স্থানে ম্যাটস ভবন)

সকাল ১০টায় ম্যাটস অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কলেজের নবনিযুক্ত প্রিন্সিপালের বরণ অনুষ্ঠানের আয়োজন করে বিএমএ। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী। কুষ্টিয়া ম্যাটস’র প্রিন্সিপাল কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু, হাজী রবিউল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র কুষ্টিয়া জেলা সভাপতি গোলাম মহসীন, জেলা শ্রমিকলীগ সভাপতি গোলাম মোসত্মফা, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী সেলিনুর রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী ডাঃ আসমা জাহান লিজা প্রমুখ। বিএমএ আহবায়ক ডাঃ আমিনুল হক রতন’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আজগর আলী বলেন ‘আজ আমাদের তথা কুষ্টিয়াবাসীর আনন্দের দিন। কারণ কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ যাত্রা থামবেনা। চলবে বিরামহীন।':|:| মেডিকেল কলেজের যাত্রার মধ্য দিয়ে কুষ্টিয়াবাসী তাদের জেলাকে নতুনভাবে উপস্থাপন করতে শুরু করবে। অর্থনৈতিকভাবে আরো উন্নতি লাভ করবে কুষ্টিয়া। গড়ে উঠবে নতুন নতুন স্থাপনা। তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হবে সম্পূর্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে শিক্ষার পরিবেশ কখনো ব্যাহত হবেনা। ব্যাহত হতে দেয়া হবেনা। কলেজকে নিরাপদ রাখতে প্রয়োজনে সব কিছু করতে প্রস্ত্তত আমরা।’ পরিশেষে তিনি মেডিকেল কলেজ বাসত্মবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে আনরিক ধন্যবাদ জানান। কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল অধ্যাপক ইফতেখার মাহমুদ বলেন ‘আমি গর্বিত কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল হতে পেরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে যে গুরুদায়িত্ব দিয়ে প্রিন্সিপাল নিয়োগ দিয়েছেন তা নিষ্ঠা ও সততার সাথে পালনের চেষ্টা করব। কুষ্টিয়া মেডিকেল কলেজ যাতে করে সেরাদের সেরা মানের হয় সেই লক্ষে আমি কাজ করে যাবো।’ তিনি বলেন এবারে কুষ্টিয়া মেডিকেল কলেজে ৩১জন ছাত্রী ও ২১জন ছাত্র সর্বমোট ৫২ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাচ্ছে। আগামী ১জানুয়ারী হতে ক্লাস শুরু হবে। এরই মধ্যে ভর্তির সময়সীমা আগামী ৩১অক্টোবরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তাদের আবাসন ব্যবস্থাও ঠিকঠাক হয়েছে। আপাতত কুষ্টিয়া কুষ্টিয়া মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট(ম্যাট আই)এ থাকার ব্যবস্থা করা হয়েছে ছাত্রদের। ছাত্রীরা থাকবে হাসপাতাল সংলগ্ন নার্স ট্রেনিং ইনস্টিটিউটে। তিনি বলেন, ম্যাটস’র শিক্ষার্থীরা ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা একই ভবনের ক্লাস করবে। তাতে সমস্যা হবেনা। যেভাবে শুরু হয়েছিল বগুড়াসহ দেশের প্রতিষ্ঠিত কলেজের কার্যক্রম। তিনি আরো বলেন এ্যামাটমী, ফিজিওলজী, বায়োকেমিষ্ট ও কমিউনিটি মেডিসিনের শিক্ষক এখন পর্যন্ত পাওয়া না গেলেও অচিরেই ওইসব বিষয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আপাতত ম্যাটস ও হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার দিয়ে কার্যক্রম শুরু করা হবে। অল্প কিছুদিনের মধ্যেই সকল প্রস্ত্ততি সম্পন্ন হবে।
উল্লেখ্য ২ বছর আগে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
লক্ষ্য করুন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী সাহেব কুষ্টিয়া মেডিকেল কলেজকে সম্পুর্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন কিন্তু তিনি যেখানে দাঁড়িয়ে এই উক্তিটি করেছেন সেই MATS(Medical Assistant Training School) এর সকল Academic Activities ২৪ সেপ্টেম্বের থেকে ১১ অক্টোবর পর্যন্তু কিছু অপরাজনৈতিক কারনে বন্ধ ছিল । কারনটা হলো MATS(Medical Assistant Training School) এর ছাত্রাবাসে থাকা ছাত্রদের স্থানীয় কিছু রাজনৈতিক দলের পোলাপানকে চাঁদা দিতে অস্বীকার করা । :P:P:P:P
যাহোক নিরাশার কত ঘটনাই তো আমাদের চারপাশে ঘটে । তবু আমরা আশা নিয়েই বেচে থাকি , সামান্য তন্দ্রা আসলেই আমাদের চোখ ভরে যায় অগুনিত স্বপ্নে , আমরা স্বপ্ন দেখি একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাসের , একটি Load shedding মুক্ত রাতের , একটি Traffic jam মুক্ত সকালের ,একটি হরতাল মুক্ত শাসন কালের , একটি লোভী, স্বার্থান্ধ আমলা মুক্ত সরকারের্‌, , , , , , , , , , , , , , ,‌ , , , , , , , , , , , , , , ,

আমরা জানি এইসব স্বপ্ন সত্য হবার নয় । তবুও স্বপ্ন দেখি ,কেননা বেঁচে থাকার খুব বেশী উপকরন আমাদের নেই .....................। স্বপ্নই কিছু মানুষের বেঁচে থাকার পূজিঁ ..............................।।
কুষ্টিয়াবাসীর নিরন্তর দেখা এই স্বপ্ন যেন সত্যি হয় , সেই প্রার্থনায় ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

×