একটু আগের ঘটনা।
আমি আম্মুকে বললাম যে,
: আম্মু প্রাক্টিকাল খাতার ছবি গুলা আঠা দিয়ে লাগায় দাও তো।
[৫ মিনিট খাতায় ছবি লাগানোর পর....]
আম্মু (চিৎকার করে) : এই কয়টা বাজে? সাড়ে ৮ টা বাজছে নাকি? বাবা, তুই একটুকষ্ট করে ছবি গুলো লাগা, আমি জাস্ট আধাঘন্টা পর আসতেছি।
অত:পর আমি আম্মুর গমন পথের দিকে চাহিয়া রইলাম।
আম্মু ছোটপর্দার (স্টার জলসা চ্যানেলএ) দুনিয়ার সব থেকে নিকৃষ্টতম "মা" নামক অখাদ্য ভক্ষণ করিতে গেল।
হায়রে মা রেহহহহহ....!!!!
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো,
এক মা হইয়া কেমন করিয়া আরেকটি মা কে তার ছেলের কাছ থেকে কাড়িয়া লইতে পারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



