মাঝে মাঝে ঐ দূরের আকাশ টা দেখি
কতটা অসহায় কেউ নেই কিছু নেই তার ,
আছে কিছু দুঃখ জমা তার কাছে
তাই মাঝে মাঝে কান্না করে ,
বুকের অসহ্য যন্ত্রণা টুকু কে
মাঝে মাঝেই ক ফোঁটা বৃষ্টির নামে ঝেড়ে ফেলে পৃথিবীতে ,
আমি তো আকাশ নই ,
তাই পারি না বক্ষ টান টান করে
বুকের ব্যাথা গুলো কে একটা ঝর্না ধারা করে দিতে ,
হে আকাশ তুমি তো মুখ লুকীয়ে কান্না করো ,
তুমি কি পরাজিত ??
তুমি কি হেরে যাওয়াদের একজন ?
তুমি ব্যর্থ ।
চেয়ে দেখ আমি কাঁদি না তোমার মত করে ,
চেয়ে দেখ আমার বুক চিঁরে একটা কষ্টের ঝর্না নেই ,
চেয়ে দেখ শুকনো এক বিরাট মরুভূমি এ বুকে ।
তাই চাইলেও কাঁদতে পারি না তোমার মত করে আমি ।
ভেবে দেখ তোমার অস্তিতে যে ছিল কোন একদিন
সে আজ বিরামহীন আনন্দের এক লাগামহীন ঘোড়ায় ,
তুমি তার জন্য কান্না কর ??
কেঁদো না হে আকাশ , জমিয়ে রাখ কিছু নুনা জল , যে একদিন তোমার সত্যিকারের ভালোবাসা দেবে , তার ভালোবাসার প্রতিদান দিও সেদিন ,
তবে আজ কেন কান্না ???________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




