ছোটবেলায় একবার ট্যাবলেট গলায় আটকে যাওয়ায় আমার ট্যাবলেট খাওয়ার প্রতি একটা ফোবিয়া আছে এখনো। ছোট ছোট ১০ মিলি ট্যাবলেট খেতে পারি কিন্তু ৫০০ মিলির ট্যাবলেট হলেই আর ভয়ে খেতে পারি না।
কিন্তু আমার ক্যাপসুল খেতে বিন্দুমাত্র ভয় নাই, খুব সহজেই খেয়ে ফেলি।
তাই ট্যাবলেট খাওয়ার জন্য আমি একটা উপায় বের করেছি। ট্যাবলেট গুড়ো করে কোন ক্যাপসুল যেমন ২-৩টা ওমেপ্রাজল এর কাভারের ভিতর ঢুকিয়ে খাই। আমার প্রশ্ন এতে কি কোন সমস্যা আছে? বর্তমানে আমি বিনোক্লার ৫০০ গুড়ো করে ৩টা ওমেপ্রাজল এর ক্যাপসুলের কাভারে ঢুকিয়ে খাই। এতে কি কোন সমস্যা আছে?
উত্তর জানালে খুবই উপকৃত হব
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



