সামুতে নতুন অ্যাকাউন্ট খুলেছি। বেশকিছু লেখা পড়লাম। কমেন্ট করার জন্য হাতটা নিশপিশ করছিল। কিন্তু আমাকে কমেন্ট করতে দেয়া হবে না।
কেন?
কারণ আমি নাকি নতুন ব্লগার। আমাকে আগে অবজারভ করা হবে।তারপর হয়তোবা আমি কমেন্ট করতে পারব বা আমাকে কমেন্ট করতে দেয়া হবে।
এর জন্য কতদিন সময় লাগবে? এক সপ্তাহ।বাপরে।এতদিন তো অপেক্ষা করা সম্ভব না। আমার অত ধৈর্য নাইা
ভাবছিলাম, কি করা যায়???
এক বন্ধু (সামুতে একাউন্ট আছে) বলল, একটা বা দুইটা পোস্ট দিলে দ্রুত কমেন্ট করার ক্ষমতা দেয়।তার ক্ষেএে নাকি তাই হয়েছে।
আমিও একই পদ্ধতি প্রয়োগ করলাম । দেখা যাক কি হয়... ...।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




