
জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা দ্যা ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজেশন (ফাও) জানিয়েছে, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সোমালিয়ার দক্ষিণাঞ্চলের প্রায় সবক’টি অঞ্চলে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।
ফাও জানায়, ডিসেম্বর পর্যন্ত দুর্ভিক্ষ অবস্থা বজায় থাকতে পারে। অব্যাহত এই দুর্ভিক্ষে সোমালিয়ার ৭৫ লাখ মানুষের প্রায় ৩৭ লাখ মানুষই সঙ্কটের মধ্যে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
দুর্ভিক্ষের জাতিসংঘ সংজ্ঞায়িত এমন পরিস্থিতিকে বলা হয়, যখন কমপক্ষে ২০ ভাগ পরিবারে মারাত্মক খাদ্য স্বল্পতা দেখা দিবে, তারা এ পরিস্থিতি কাটিয়ে উঠতে ব্যর্থ হবে এবং প্রতি ১০ হাজারে দুই জনের বেশি লোকের মৃত্যু হবে।
অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, সোমালিয়ার দুর্ভিক্ষপীড়িত মানুষের শুধু খাদ্য নয়, প্রয়োজন পুষ্টিমান সম্পন্ন খাদ্য। কারণ, এখানকার লোকজন তাদের প্রধান খাদ্য সংগ্রহে সমর্থ্য হলেও সঙ্কট রয়েছে পুষ্টিমান সম্পন্ন খাবারের।
এদিকে খরার কারণে সৃষ্ট এই দুর্ভিক্ষ এড়াতে আফ্রিকা ও আন্তর্জাতিক নেতাদের উপস্থিতিতে ৯ আগস্ট একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি নিশ্চিত করতে তা দুই সপ্তাহ পেছানো হয়েছে।View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



