
২০১১ সালের ১২ জনের এ তালিকায় তিনি রয়েছেন সপ্তম স্থানে। আর প্রথম স্থানটি দখল করেছেন থাইল্যান্ডের সদ্যনির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
ইংলাকের পরের স্থানগুলোতে যথাক্রমে- জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দি ক্রিচনার, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, লাইবেরিয়ার প্রেসিডেন্ট অ্যালেন জনসন সিরলিফ।
শেখ হাসিনার পর তালিকায় যাদের নাম রয়েছে, তারা হলেন- আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহানা সিগার্ডারডটির, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনচিলা, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তারজা হ্যালোনেন, লিথুনিয়ার প্রেসিডেন্ট দালিয়া গ্রেবস্কাইত এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কামলা পার্সাড-বিসেসার।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে টাইম বলেছে, ৬৩ বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রী বার বার প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাচ্ছেন। ১৯৭৫ সালে এক অভ্যুত্থানে তার পিতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের ১৭জন সদস্য মারা যান।
ওই হত্যাকাণ্ডের সময় বেঁচে যাওয়া ছাড়াও ২০০৪ সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়ার ঘটনাগুলো তুলে ধরে ম্যাগাজিনটি বলেছে, ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের সময় ২৮ বছর বয়সী শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন।
এরপর তিনি গ্রেনেড হামলা থেকে প্রাণে বেঁচে যান, যদিও ওই হামলায় ২০ জন দলীয় নেতা-কর্মী নিহত হন এবং গুলিতে তাকে বহনকারী কারগাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
১৯৯৬ সালে শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর তার মেয়াদ শেষের দিকে ২০০১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিতে বিশ্বের শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করে।
এরপর ক্ষমতার পালাবদলে আবারো ২০০৯ সালের জানুয়ারিতে ২৯৯ আসনের মধ্যে ২৩০ আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। আর দ্বিতীয় মেয়াদে এই সরকারের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা ওয়াজেদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন তিনি।
বাবার পথ ধরে ছাত্রজীবনেই রাজনীতিতে হাতেখড়ি হয় শেখ হাসিনার। ইডেন কলেজ ছাত্রসংসদের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।তথ্য সুত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



