
সদ্য প্রয়াত প্রিন্স সুলতানের ভাই ৭৮ বয়সী নায়েফই হবেন সৌদি সিংহাসসনের পরবর্তী উত্তরাধিকার।
বর্তমান বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ শুক্রবার রাতে এক রাজকীয় ফরমানে এই ঘোষণা দেন।
এতে তিনি বলেন, ‘আমরা প্রিন্স নায়েফ বিন আব্দুলআজিজকে যুবরাজ হিসেবে বেছে নিয়েছি।’
রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা এসপিএ শুক্রবার মধ্যরাতের পর এই রাজকীয় ফরমান প্রচার করে।
সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকার সৌদি যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ অক্টোবর মারা যান।
যুবরাজ সুলতান ২০০৪ সাল থেকে ক্লোন ক্যান্সারে ভুগছিলেন। তিনি বর্তমান রাজা আব্দুল্লাহর সৎ ভাই এবং দেশটির প্রতিরক্ষা ও বিমানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
যুক্তরাষ্ট্রের সাথে সৌদি প্রতিরক্ষার ঘনিষ্ঠ মিত্রতার গোড়া সমর্থক হিসেবে যুবরাজ সুলতানকে মনে করা হতো। তার ছেলে যুবরাজ বান্দার দীর্ঘ ২০ বছর ধরে ওয়াশিংটনে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।
যুবরাজ সুলতানের মৃত্যুর পরই সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকার খোঁজার কাজ শুরু করে দেশটির রাজকীয় কাউন্সিল। ২০০৬ সালে গঠিত এই কাউন্সিলের পরামর্শ অনুযায়ী প্রিন্স নায়েফকে যুবরাজ ঘোষণা করেন বাদশাহ।
তেল সমৃদ্ধ সৌদি আরবের সিংহাসনের নতুন রাজা নায়েফ ১৯৭৫ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। যুবরাজ হিসেবে অভিষিক্ত হওয়ার পর তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের বয়স বর্তমানে ৮৭ বছর। মেরুদণ্ডের সমস্যার কারণে গত বছর তার শরীরে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়।
যুবরাজ নায়েফের পরবর্তী হিসেবে তার ছোট ভাই প্রিন্স সালমানকে মনে করা হয়। যিনি বর্তমানে রিয়াদের গভর্নরের দায়িত্বে আছেন।
Link:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



