কাহিনী১:
গতবছরে ডিসেম্বরে আমার এক আত্মীয়ার বেবি হবার সময়ে আমি তার সাথে হলি ফ্যামিলি হসপিটালে ছিলাম। সেখানে রোগীদের যে কম্বল দেওয়া হয় সেটা মাঝারি টাইপের পাতলা,উপরে অনেক পশম আছে যার জন্য শীত কম লাগে। আমার কেন জানি এই কম্বলরে দেখে ভাল্লুকের কথা মনে পড়ত। হসপিটালে ৪-৫দিন থাকার সময় আমি ভুলে ও এটা গায়ে দিতাম না বাসা থেকে একটা পাতলা কম্বল নিয়ে গেছিলাম। ভয় লাগতো গায়ে দিলে মনে হবে ভাল্লুক আমারে বুঝি কড়া ঝাপ্পি দিয়া বসে আছে। বাসায় আসার পরে একদিন রাতে ঘুমানোর সময়ে শীতে শেষ ... কিন্তু লাথাইয়া কম্বল ফেলে দিচ্ছি..শীত লাগলে আবার গায়ে টেনে নেই ...আবার ফেলে দেই । আসলে স্বপ্নে দেখলাম হসপিটালে ভাল্লুকওয়ালা কম্বল কয়েকটা দিয়া কে জানি আমার গায়ে দেয় আমি সেই ভয়ে বাসার কম্বলই গায়েই রাখছি না (ভয়ে ক্যান্দনের ইমো হবে)
কাহিনী:২
জানুয়ারীতে মামারবাড়ীতে গেলাম। রাতে ঘুমাতে গিয়া লেপ বাদ দিয়া কম্বল নিলাম। আবারো সেই আজব ফিলিংস। সেই কম্বল গায়ে দিয়া মনে হলো আমাদের মুখে হঠাৎ হঠাৎ অতিথি পাখির মতন ব্রণ উঠলে একটু পর পর গালে হাত দিয়া যেভাবে আৎকে উঠি...অনেকটা তেমন ফিলিংস।মনে হলো কম্বলের সারা শরীরে ব্রণ হয়েছে। লাইট অন করে কম্বলের অবজার্ভ করে দেখলাম ভালইতো....তাহলে প্রবলেমটা কোথায়? মা-কে বললাম ....উনি যথারীতি আমার কথা পাত্তা না দিয়া ঝাড়ি দিয়া বললো ":পাগলামী কম"। মনের দু:খে তুলির ডায়লগ মনে পড়লো....ওর মা-কে ওরে বকা দিলে ও বলে "আমার মা আর আমার নাই,মনে হয় মা কম শ্বাশুড়ীর লক্ষ্মণ বেশী"। সেদিন সারারাতে মোজা,সোয়েটার আর শাল গায়ে দিয়া ঘুম দিলাম। মোজা পায়ে দিলে ও মনে হয় মোজার ভিতরে লাল-পিঁপড়া ঢুকে বসে আছে আর আমারে থেরাপীর নামে কামড় দিতাছে (কেউ বুঝে না আমারে টাইপের ইমো হবে)
কাহিনী:৩
বিগত ৪-৫ বছর ধরে শীতের শেষে আমি কম্বল নিজের বাসায় ওয়াশ করি,লন্ড্রীর উপরে ভরসা পাইনা।প্রথমবার তো ৩টা বিশাল সাইজের বালতিতে ইচ্ছামতন গুঁড়াসাবান দিয়ে ভিজানোর পর যখন পানি দিয়া পরিস্কার করতে গেলাম কম্বল থেকে তো আর সাবানফেনাভাব যায় না। পরিস্কার করতে করতে কাহিল প্রায়। এরপরের বার পরিস্কার করার পর কোথায় কম্বল থেকে পানি ঝরার জন্য রাখবো বুঝতেছি না.....যেখানেই রাখি ধপাস করে পরে যায় নীচে। পরে বাধ্য হয় ২ হাত উপরে তুলে কম্বল নিয়ে দাঁড়িয়ে থাকলাম। নিজেরে অসহায়ত্ব আর জোকারিতে চোখের পানি আর কম্বলের পানি এক হয়ে গেল। মা অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্নানঘরে গিয়া দেখে আমি কম্বলওয়ালা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। মা এই গল্প অনেকরে বলে আমারে জাতীয় ভোম্বল বানিয়ে ফেলেছে । গতবছর ভাড়াটিয়ারা কাইজ্জ্বা ফ্যাসাদ করে বলে ছাদে যেতে দেয় না বাড়ীওয়ালা। এদিকে আমি তো ভেজা কম্বল নিয়া বিপাকে পড়লাম। ফ্যানের বাতাসে শুকানোর পরে ও কম্বলের গায়ে থেকে কেমন জানি স্যাঁতস্যাঁতে গন্ধ পাই..এরপর হাফ প্যাকেট ন্যাপথোলিন গুঁড়া করে পুরা কম্বলের গায়ে পাউডারের মতন লাগানো পরেই শান্তি পাইলাম।এইবার ও বাড়ীওয়ালা মনে হয় ছাদের চাবি দিবে না.... ঠিক করেছি আমি আর ছোটো ছাদের ডুপ্লিকেট চাবি বানাবো। কম্বল শুকানোর পরে যা বলে বলুক....গন্ডার মানুষ আমি কে পাত্তা দেয় এইসব কচকচানি ( এত কষ্ট জীবন নষ্ট হবার ইমো হবে)
ম্যালা সাধের কম্বল আমারে ভোম্বল বানাইলো রে
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৯