একজন রাষ্ট্রীয় উপদেষ্টার ব্যাগে গুলিভরা ম্যাগাজিন উদ্ধার—এটি কোনো সাধারণ ঘটনা নয়! এটি প্রশ্ন তোলে রাষ্ট্রের নিরাপত্তা প্রটোকল, জবাবদিহিতা ও শাসনব্যবস্থার গুণগত মান নিয়ে।
কীভাবে এলো তাঁর ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন?
তাঁর ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স আছে? নাকি সরকারি পদমর্যাদার সুযোগে তিনি নিরাপত্তা বাহিনীর অস্ত্র ব্যবহার করেন?
বিদেশযাত্রার সময় বিমানবন্দরের সিকিউরিটি চেক কীভাবে এত বড় একটি ম্যাগাজিন মিস করল? নাকি "উপদেষ্টা" পদটির ছায়ায় তল্লাশি এড়ানো হয়েছে?
জবাবদিহিতার অভাবই মূল সমস্যা!
গুলি উদ্ধারের পর তাঁকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? নাকি পদমর্যাদার কারণে প্রশ্নগুলো চাপা পড়েছে?
"জানেন না"—এই অজুহাত কি এখন রাষ্ট্রীয় কর্মকাণ্ডের স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে? ঠিকাদারি থেকে অস্ত্র বহন, সবকিছুতেই একই উত্তর!
অস্ত্রের উৎস ও ব্যবহার নিয়েও প্রশ্ন
১. মন্ত্রী/উপদেষ্টা হিসেবে বেতন থেকে বন্দুক কেনার সামর্থ্য হলো কীভাবে? এই বন্দুকের দাম কত? সরকারি বেতনে কি তা সম্ভব?
২. অস্ত্র ব্যবহার ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ তিনি কোথায় পেয়েছেন?
৩. বন্দুক রাখার জন্য সিন্দুক (ভল্ট) আছে? তা কোথায়, কীভাবে কেনা হয়েছে?
৪. অফিস, মন্ত্রিসভার বৈঠকে কি এই অস্ত্র বহন করেন? নাকি শুধু "নিরাপত্তার নামে" বিশেষ সুবিধা নেওয়া হচ্ছে?
৫. সাধারণ মানুষের হাত থেকে অস্ত্র জমা নেওয়া হচ্ছে, অথচ উচ্চপদস্থরা নিজেরাই প্রটোকল ভঙ্গ করছেন—এটি কি দ্বিচারিতা নয়?
একটি অস্ত্র ধরা পড়া মানে শুধু ব্যর্থতা নয়, একটি সিস্টেমের দুর্বলতা!
বিমানবন্দরের মতো সর্বোচ্চ সুরক্ষিত স্থানে যদি এত বড় ত্রুটি ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু নিশ্চিত?
যদি সবাই "নিজের নিরাপত্তা" বলে অস্ত্র বহন শুরু করে, তাহলে রাষ্ট্রের একচেটিয়া আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার?
এই ঘটনার স্বচ্ছ তদন্ত হোক, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
অস্ত্রের লাইসেন্স, ব্যবহার ও সরকারি প্রটোকল সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
রাষ্ট্রীয় পদে যারা আছেন, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে—"পদমর্যাদা" যেন কখনোই জবাব এড়ানোর হাতিয়ার না হয়!
একটি অস্ত্রের ম্যাগাজিন শুধু ব্যাগে নয়, প্রশ্নের সূচি করে সমগ্র ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে। জবাব চাই, জবাবদিহি চাই!
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



