
আজ প্রথম আলোয় একটা নিউজ পড়ে হাসি সামলাতে কষ্ট হলো। চিত্র নায়িকা বুবলি থাইল্যান্ডে শুটিং এ গিয়ে খেতে বসেছে। বিভিন্ন মজাদার থাই খাবার খাবার পর এখন সে ভাত খাবে কিন্তু তার মন খারাপ। কারণ সে ভাতের সাথে ৭/৮ টা কাচামরিচ খায় সব সময়, কিন্ত টেবিলে নাকি কাচামরিচ নাই। তার মুখ দেখে শাকিব খান বল্লেন "আমি বুঝতে পেরেছি বুবলী কেন মুখটা পটকা মাছের মত ফুলিয়ে রেখেছে, কারন সে কাচা মরিচ ছাড়া রাইছ খেতে পারে না"। তারপর তার জন্য রাইছ আর কাচামরিচ জোগাড় করার জন্য কি হুলুস্থুল কান্ডটাই না করলো শাকিব উরপে বাংলাদেশের কিং খান
রাইস বা ভাত হলো থাইদের প্রধান খাবার আর ঝাল ছাড়া তাদের কোন খাবার হয় খুব কম। টেবিলে সাজানোই থাকে বিভিন্ন রকম সস আর চিলি ফ্লেক্স। রাস্তা ঘাটে আশে পাশে বাজারে কাচা মরিচ, পাকা মরিচের খনি আর ভাত তো রেস্তোরাঁ ছাড়া ফুটপাতেও প্যাকেট করে বিক্রি করে ৫ বাথ ১০ বাথ করে নীচের ছবির মতন। উনি কোথায় খেতে গিয়েছিলেন যে শাকিব খানকে ভাত আর কাচামরিচ জোগাড় করার জন্য দৌড়াতে হলো

প্রথম ছবিটা নেট দ্বিতীয় ছবিটি আমার তোলা
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



