এর আগের পর্বটি পড়তে পারবেন এখানেঃ মেলবোর্নের দিনলিপি - ৬ঃ মাউন্ট ড্যান্ডিনং রেঞ্জে এক পড়ন্ত বিকেলে (রিপোস্ট)
আমি পথ চলতে ভালবাসি। সোজা পথ, বাঁকা পথ, উঁচু পথ, নীচু পথ, রেল, সড়ক কিংবা নৌ পথ- সব পথই আমাকে আকর্ষণ করে। গতি জীবনের নিত্য অনুষঙ্গ। গতিময় জীবনের পথ চলতে চলতে আমি পথ ও পথপার্শ্বের সৌন্দর্য খুঁজে বেড়াই। কবিগুরুর সেই বিখ্যাত গানের একটি শব্দ বদলে দিয়ে আমি বলতে চাই, আমার এ পথ চলাতেই আনন্দ!

(১) ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি....

(২) পথের আঁধার পথে রেখে,
এলেম ফিরে.......
(দৌড়ে পালিয়া যাওয়া একটা ক্যাঙ্গারুকে দেখা যাচ্ছে কি?)

(৩) ছায়া বিলায় পথের পাশের তরু ......

(৪) সুখের বেদনা, সোহাগ যাতনা, বুঝিতে পারি না ভাষা.....

(৫) বাতাস বহে সুমন্দ .....

(৬) আঁধার পথের পথযাত্রী

(৭) মর্মরিত তরুপল্লব, মায়াবী মেঘ আর জলের কম্পন মিলে কি এক অপূর্ব সম্মিলন!

(৮) "পথেই পাবে পথের দিশা পথেই যাবে কেটে অমানিশা"....

(৯) কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে

(১০) গ্রাম ছাড়া ঐ কালো পীচের পথ ....

(১১) খেলে যায় রৌদ্র ছায়া....

নিশ্চুপ নিরিবিলি ....নিঝুম সন্ধ্যার প্রাক্ক্বালে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




