
তিন কন্যা
TheThree Maidens
আমার লেখালেখি প্রায় বন্ধ বললেই চলে। গদ্য, পদ্য, প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিকথা- কোন কিছুই লিখতে ইচ্ছে করছে না। চারিদিকের বিশৃঙ্খলাই হয়তো মনের উপর প্রভাব ফেলছে। দেশটাকে মনে হচ্ছে 'A ship without a rudder'। এমন বেহাল অবস্থায় প্রকৃতিই বড় আশ্রয়। আজ দুপুরে হাঁটার সময় তাই কিছুক্ষণ ফুলের সাথে কাটালাম। আর ভাবলাম, এ সুন্দর ফুলগুলোর ছবি (ফুলগুলো অবশ্যই সুন্দর, ছবিগুলো হয়তো আমার অদক্ষতার কারণে তেমন সুন্দর হয়নি) ব্লগে শেয়ার করলে কেমন হয়! তাই বেছে বেছে সাতটি ছবি এখানে শেয়ার করলাম। আর সবশেষে একটা গান শুনলেও বোধহয় মন্দ হয় না। শুনুন তাহলে বহু বছরের পুরনো, আমার শৈশবে বহুশ্রুত, প্রিয় একটি গানঃ
সাতটি তারার এই তিমির
একটি প্রেমের শান্ত নীড়
আজ আকাশে নেই ভাবনা
চন্দ্রকলায় ছন্দনীড়।
দিয়েছো এনে একটি কলি,
ভাবনা জাগে কি যে বলি!
বলতে গিয়ে তোমায় দেখে লাগে মনে ভয়
জানি না কি যে হল, কেন এমন হয়!
বোঝনা কেন এ নীরবতা,
এই তো আমার সকল কথা।
তুমি তো জান আমার সবই,
তোমার মত নইতো কবি,
তোমার মত বলা তো আর সহজ কথা নয়,
নীরবে নিলাম জেনে তোমার পরিচয়!
https://www.youtube.com/watch?v=S1FVdLH8vBM
আজকের হাঁটাপথে দেখা কিছু ফুলেল হাসি.... ১২-১২-২০২১, সময় ১২০৮-১২১০ অপরাহ্ন
Floral greetings astride my walkway.... today between 12:08 – 12:10 pm, 12-12-2021

বিনয়ী
Humble

রঙে ও শুভ্রতায় গুচ্ছ হাসি
A blend of white and colour.... smiles in a cluster

মা ও মেয়ে
Mother and Daughter

বর্ণিল বন্দনা - চোখ ফেরানো কঠিন!
Blushing adoration- difficult to take the eyes off!

লাজুক
Bashful

আনমনে আনন্দোচ্ছল
Lonely, but lively

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


