সরল হারু জোরছে হেঁকে হেরে গলায় গান ধরেছে
পিছন থেকে বুঝতে পারে শার্টে তাহার টান পরেছে।
রেগে হারু ঘাড় ফিরিয়ে বলে,আমায় কে দেয় বাধা?
দোস্তরা সব হেসে বলে,গানের অ আ বুঝিস গাধা!
গান হচ্ছে সুরের সুধা তোর মত কি হেরে গলার!
গান গেতে হয় মিষ্টি সুরে,দোস্তরা কয় নাচিয়ে কলার।
তুই যদি গাস এমন গলায় কাক পক্ষি যাবে ভেগে।
ছাগল মিয়া করবে ভ্যা ভ্যা এক বাক্যে রেগে মেগে।
শুনে হারু মুচকি হাসে,জানিস এটা কি মাস চলে?
একাত্তরে স্বাধীন মালা এই মাসেতে পরেছি গলে।
স্বাধীন দেশে সবায় সমান,সমান সবার বাক অধিকার।
তোরা কে হে দোস্তরা মোর আমার গানের কন্ঠ রুখার?
ডিসেম্বরে আনন্দেতে গাইবো আমি মুক্ত স্বাধীন।
যদিও তা হেরে গলায় গাইবো তবু তাধীন তাধীন।
শুনে সবে হা হয়ে যায়,বোকা হারু বলে কি সব!!
ঐতো হলো সত্যিকারের স্বাধীনতার মহানুভব।
দোস্তরা সব হাত তালি দেয় হারুর গানে সাবাশ সাবাশ।
স্বাধীন দেশে ডানা মেলে মুক্ত মনের সিক্ত আভাষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



