কদম ফুলে দল বেধেছে হাসছে ডালে ডালে
যেন রঙ্গীন টোল পড়েছে সবুজ গাছের গালে।
হলুদ ফুলে সাদা আচর কাব্যমালায় গাথা
মিষ্টি ঘ্রানে যায় ছড়িয়ে সৌ্ম মাদকতা।
সদ্য ফোটা কদম ফুলে ষোড়শী যৌবনা
এক পলকে যায় বিলিয়ে এক মুঠো মৌবনা।
পাতার আড়ে মিছে মিছি করছে লুকোচুরি
যেন কোন উচ্ছসিত লাজুক রুপকুমারী।
রুপের বাহার আসলে তার বর্ষা প্রীতির ডানা।
আসলে সে আষাঢ় এলে অনন্ত যৌবনা।
বৃষ্টির সাথে কদম ফুলের আজন্ম দোস্তামী
বৃষ্টি এলে কদম ফোটে যায় করে পাগলামী।
কদম তুমি হাঁসতে থাক রানী হয়ে ডালে
আলতো করে ছোঁয়া দিয় প্রিয়তমর গালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



