ভয়াবহ রকম সমস্যায় আছি। কেই সাহায্য করবেন কি?
আমার এক বন্ধু বাজী ধরেছে। যে কোন ধাঁধা এক মাস সময় পেলে সে সমাধান করে দিতে পারবে। সে যার সাথে বাজী ধরেছে সে ধাঁধা ধরেছে এ রকম-
"অন্ধ লোকের বউ মারা গেছে। বোবা সেই খবর দিতে গেছে। আশে পাশে কেই নেই যে তার সাহায্যে বোবা খবর দিবে। বোবা কিভাবে অন্ধকে খবর দিল?"
এখানে উল্লেখ্য, দুজন আসলেই বোবা ও অন্ধ। কারো নাম বোবা বা অন্ধ নয়। প্রিজ, কেউ জবাব জানলে সাহায্য করেন।
বোবা এবং অন্ধ একই লোক।সুতরাং -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



