এই মর্ত্যলোকে, আখির পলকে;
ঝুলে আছি যেন গাছের নোলকে,
এই বুঝি পাতা ছিঁড়ল খসে দোদুল্যমান জীবন দোলকে।
পথ চলা যে ভুবন-গোলকে, লিপ্ত সদা পাপে-শিরকে;
বেঁচে থাকা যেন মবের মুল্লুকে, মরে গেলে কি বলবে লোকে!
বিচিত্রতার মুখোশ ঝলকে, পড়বে খসে এই ইহলোকে;
তুমিও দেখবে মৃত্যুর চেয়ে বেঁচে থাকা কত দায়,
প্রভুর নিকট বান্দা কেবলই অধম-অসহায়।
অমরত্বের আশার আলোকে, লব্ধ করে ত্রুটির ভালকে;
যুদ্ধ করেছো, মন্দ-ভালো কে? কে যাবে স্বর্গে কে বা নরকে?
অস্থিতিশীল ক্ষীণ মনকে, করেছো প্রশ্ন আদৌ ভুল কে?
তুমি কি জানো না মৃত্যুর চেয়ে বেঁচে থাকা কত দায়?
প্রভুর নিকট সকলেই মোরা অধম-অসহায়।
এই মর্ত্যলোকে, আখির পলকে;
ঝুলে আছি যেন গাছের নোলকে,
এই বুঝি পাতা ছিড়ল খসে দোদুল্যমান জীবন দোলকে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


