শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার শিক্ষক বাবার কাছে। কারন শিক্ষক সমাজ নিয়ে আমার বতর্মান মনোভাব জেনে ওনিই সবচেয়ে বেশী কষ্ট পাবেন। যদিও এই লেখা ওনার দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কেননা সামুতে এসে আজাইরা পেচাল পড়ার চেয়ে বিবিসি শুনা আর প্রথম আলো পড়াই ওনার কাছে অধিকতর শ্রেয়।
শুরুতে শিক্ষক সমাজ এর কিছু প্রতিনিধির ঘিরে বিগত দিনের কিছু সংবাদে চোখ বুলানো যাক,
সিলেটের `কাশিফুল উলম মাদ্রাসার` শিক্ষক মেহেদি হাসান ছাত্রীকে যৌন হ্য়রানির দায়ে বহিস্কৃত,,,
সাইফুল ইসলাম, ল্যাবরেটরি স্কুলের শিক্ষক ঢা. বি. তে ভর্তি পরিক্ষা দিতে আসা এক ছাত্রীকে যৌন হ্য়রানির দায়ে এক বছরের কারাদন্ড.।
জিয়াউর রহমান, Savar College of Finance and Management (CFM)এর শিক্ষক ছাত্রীকে যৌন হ্য়রানির দায়ে বহিস্কৃত,,,
ভিকারুন্নেসার কুখ্যাত পরি+মলের পরে এই তালিকায় সবর্শেষ (আজকেই) যুক্ত হলেন পাবনার সামসুল ইসলাম .
সামসুল ইসলাম, পাবনার ঈশ্বরদী উপজেলার বাশেরবাধা হাই স্কুল -এর প্রধান শিক্ষক হাতে নাতে ধরা খেয়ে এখন জেলে .. July 11 (bdnews24.com)
এই তো গেল শিক্ষক কতৃক ছাত্রীকে যৌন হ্য়রানির উদাহরণ। মাদ্রাসার` শিক্ষক কর্তৃক ছাত্রদের কে যৌন হ্য়রানির অনেক লোমহষক ঘটনা আমাদের সমাজের আনাচে কানাচে পাওয়া যাবে ।
Click This Link
শুধু মাদ্রাসা কেন? বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই শিক্ষক কতৃক ছাত্রীদের কে যৌন হ্য়রানির ঘটনা হরহামেশই ঘটে। ক্লাশে সুরসুরি জাতীয় চুটকি থেকে শুরু করে যৌনতার চূড়ান্ত, কোনটাই বাদ নেই !
কিছুদিন আগে ব্লগার মোঃ আরিফ রায়হান মাহির `ধিক শিক্ষক, তোমায় ধিক` শিরোনামে শিক্ষক সমাজের শিক্ষা নিয়ে ব্যাবসা করার ঘটনা এখানে আর না ইবা বললাম। Click This Link
জানি আমার বাবা মৃদু প্রতিবাদ করে বলবেন, `সমাজের সবটাই যেখানে পচেঁ গেছে সেখানে শিক্ষকদের কে একা দোষ দিয়ে কি লাভ?`
সবিনয়ে দ্বিমত করে আমাকে বলতে হচ্ছে , হাতে গ্যাংগ্রিন হলে কেটে ফেলা যায়, একটা এমন কি দুইটা পা ছাড়া ওনেকে বেচে আছে, কিন্তু মাথায় গ্যাংগ্রিন হলে কি উপায় ?
সরি বাবা, আমাকে বেয়াদবের মত মুখের উপর কথা বলতে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে ! এই বেয়াদবিটা করতে গিয়ে আমার ও যে খুব কষ্ট হচ্ছে..।