বাসের মধ্যে কথোপকথন চলছে
১ম ব্যক্তি: আপনি কোথায় থাকেন?
২য় ব্যক্তি : আমি তো ঢাকায় থাকি।
১মব্যক্তি: আরে... আমিও তো ঢাকায় থাকি!
২য় ব্যক্তি: আপনি ঢাকায় কোথায় থাকেন?
১ম ব্যক্তি: আমি মহাম্মদ পুরে থাকি।
২য় ব্যক্তি: আরে আমিও তো মহাম্মদ পুরে থাকি৷
১ম ব্যক্তি: মহাম্মদ পুর কয় নাম্বার রোডে থাকেন?
২য় ব্যক্তি: মহাম্মদ পুর 3 নাম্বার রোডে থাকি
১ম ব্যক্তি: আরে আমিও তো 3 নাম্বার রোডে থাকি...
২য় ব্যক্তি: 3 নাম্বার রোডের কয় নাম্বার বিল্ডিং এ থাকেন ?
১ম ব্যক্তি: 3 নাম্বার রোডের 12 নাম্বার বিল্ডিং এ থাকি !
২য় ব্যক্তি: আরে আমিও তো 12 নাম্বার বিল্ডিং এ থাকি !
১ম ব্যক্তি: 12 নাম্বার বিল্ডিং এর কয় তালায় থাকেন?
২য় ব্যক্তি: আমি তো 5 তালায় থাকি ।
১ম ব্যক্তি: আরে.... আমিও তো 5 তালায় থাকি
পাশে থাকা একলোক বলল আরে ভাই আপনারা তো একি বিল্ডিং এর একি ফ্লোরে থাকেন অথচ একজন আরেকজনকে চিনেন না?
উনারা জবাবে বলেন, আরে... ভাই আপনার সমস্যা কি? জ্যামের মধ্যে সময় কাটানোর জন্য আমরা দুই ভাই একটু আলাপ করতেছি আর কি!
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



