** ব্লগ সম্পর্কে কি জানলাম?
* ব্লগ হচ্ছে ওয়েবলগের সংক্ষেপ। এটি একধরনের ওয়েবসাইট; একটি অনলাইন জার্নাল বা ডায়েরী। অনেকেই নিজস্ব ওয়েবসাইটের বদলে ব্লগ রাখতে পছন্দ করে, কারন এটি সহজেই আপডেট করা যায় ও কোন কারিগরী জ্ঞান দরকার হয় না।
* ব্লগ একটি খুবই ফ্লেক্সিবল লেখার মাধ্যম। এতে আপনি ডায়রী লেখার মত নিজের ভাবনা, অভিজ্ঞতা অপরের সাথে শেয়ার করতে পারবেন। আপনি বাধাহীনভাবে যে কোন বিষয়ে আপনার মতামত রাখতে পারেন। একই সাথে অন্যেরা আপনার লেখা সম্পর্কে মতামত জানাতে পারবে।
** ব্লগ সম্পর্কে কি শিখলাম?
* আমি যে কোন লেখা তৈরী করে ব্লগে উপস্থাপন করতে পারব।
* আমি ছবি যোগ করতে পারব।
* আমি কি লিংক যোগ করতে পারব। লিংকটি কপি করে যে শব্দটিতে লিংকটি বসাব তা হাইলাইট করে লিংক বাটনটি চাপ দিব। একটি ছোট উইন্ডো ওপেন হবে তাতে লিংকটি পেস্ট করে দিব।
** কিভাবে ব্যবহার করবেন?
* অফিসে ফিরে অনুশীলন করব।
* সহকর্মীদের সাথে বিষয়টি শেয়ার করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



