কলেজে একটা অনুষ্ঠানের পর আমরা সহকর্মীরা সবাই লাইনে দাড়িয়েছি, দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। একটু একটু করে এগুচ্ছি। সহকর্মী 'ব' ভাই (নাম লেখা যাবে না, লিখলে আমার ইন্তেকাল পটল তুলার ব্যবস্থা হবে।) খাবার বিতরণ করছেন।
আগে 'স' ভাই এর কথা বলি। বাংলাদেশে ছুটিতে যাওয়ার আগে তার কি চিন্তা।
শাব্বির ভালো করে বল আমাকে দেখতে কি বাংলা ভাইয়ের মত লাগে?
বেচারা!! আসলেই তাকে লাগে বাংলা ভাইয়ের মত। যদি বাংলা ভাই ধরা না পড়ত। নির্ঘাত জিয়াতে ব ভাই লকআপে ঢুকত।
লাইনের এখন প্রথমে আছেন আমাদের সহকর্মী স ম্যাডাম। দশাসাই বডির অধিকারী। ছাত্র-ছাত্রী কি, আমারই তার হাটাচলা দেখলে পিলে চমকে যায়।
ব ভাই একটা কিস দেনতো - স ম্যাডাম।
আমি বা অন্য যারা নতুন এসেছি সৌদিতে এবং লাইনে আছি, তাদের অভিব্যক্তিতে বিস্ময় এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া। পবিত্র ভুমিতে একি আচরণ। যারা কথা বলছেন তারা মুরুব্বী এবং সংসারী মানুষ। কিভাবে তারা এ কথা বলতে পারলেন। সামাজিকতার বালাইও নেই। অপেক্ষা করছি কি ঘটে।
স ম্যাডাম কিস নেন- ব ভাই।
বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখালাম দুইজনের মধ্যে কিস বিনিময় হল।
হাসিতে ফেটে পড়লাম (!!)। কিস একটি আরবী শব্দ। যার অর্থ পলিথিনের ব্যাগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




