
আজ আমাদের ব্লগার শায়মা আর কাজী ফাতেমা ছবির জন্মদিন, কার কততম তা জানিনা! দু'জনেই অনেক দিন ধরে ব্লগে আছেন, এবং নিয়মিতভাবে পোস্ট দিয়ে, মন্তব্য- প্রতি মন্তব্য করার মাধ্যমে এই ব্লগকে প্রাণবন্ত করে রেখেছেন। তাঁরা দীর্ঘদিন এমন প্রাণবন্ত হয়ে থাকুন ব্লগে, এবং বাস্তব জীবনেও। আজ জন্মদিনে দুজনের প্রতি শুভকামনা।
ব্লগার হিসেবে শায়মা সিনিয়র, লেখা শুরু করেছে মার্চ, ২০১০ আর কাজী ফাতেমা ছবি নভেম্বর ২০১০ এ। অবশ্য শায়মা জড়ুয়া গহনা অপসরার ব্লগিং শুরু জুলাই ২০০৮ এ, এরও আগে অন্য নিকে শায়মা ছিল, পরে তো অজস্র নিকে! শায়মার এই অসংখ্য নিকের পরিসংখ্যান দেয়া যাবে না তাই শুধু শায়মা নিক আর কাজী ফাতেমার ছবি নিকের পরিসংখ্যান দিলাম।
শায়মা:

কাজী ফাতেমা ছবি:

অনেক ধরনের লেখার পাশাপাশি এরা দুজনই কবিতা লেখেন। তাই হয়তো আমার ব্লগীয় জীবনের প্রতি বছর ১৭ ই আগস্ট একটা অন্তত কবিতা পোস্ট পেয়েছি, এইদিনে জন্ম নেয়া ব্লগারদের উদ্দেশ্যে লেখা।
গতবছর প্রথম এই ধারায় ছেদ পড়লো, কোনো কবিতা এলো না! সারাদিন অপেক্ষার পর অবশেষে আমিই একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টে কবিতা দিয়েছিলাম ধার করে, কবিগুরুর থেকে।
আমার এবারের পোস্টও গদ্যময়, কারণ আমি কবিতা লিখতে পারিনা! চ্যাট জিপিটিকে বলেছিলাম কবিতা লিখে দিতে, দুজনের প্রত্যেকের জন্য মাত্র চার লাইন করে। ইংরেজিতে ভালো লিখলেও, বাংলা ভাষায় চ্যাট জিপিটি মোটেও ভালো কবিতা লিখতে পারেনা। শব্দের প্রয়োগের সাথে মানবিক অনুভূতির মিশেল দিয়ে যে কবিতা লিখতে হয়, সেটাই তার জানা নেই!! এই যে জোড়া কবিতা:
তাহলে আমি কবিতাগুলো একটু বেশি কাব্যময় ও ছন্দবদ্ধ করে দিলাম, যাতে ব্লগে দিলে পাঠকের কাছে আরও সুন্দর লাগে—
শায়মার জন্য
ভোরের রোদে হাসুক তোমার স্বপ্নের আকাশ,
মন ভরে থাকুক ভালোবাসার সুবাস।
তারার মতো জ্বলুক তোমার প্রতিটি ক্ষণ,
শুভ জন্মদিন, শায়মা— থাকো সুখের অনন্ত যাপন।
কাজী ফাতেমা ছবির জন্য
রঙিন সকাল ছুঁয়ে যাক তোমার প্রতিদিন,
হৃদয়ে ফুটুক সুখের নিত্য রঙিন বাগান।
গানের মতো বয়ে যাক আনন্দের ধারা,
শুভ জন্মদিন ছবি— থাকো হাসিতে সারা।
(কে জানে, কত বর্ষ পরে কবিতা লেখা হবে শুধু যন্ত্র দিয়ে! ভাগ্যিস, সেই দিন আমাকে দেখতে হবে না!)
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


