বাঙ্গালি পাকিলাভারদের অবস্থা হইলো সেই ছ্যাঁকা খাওয়া প্রেমিকার মতো... যাকে ভালোবাসে তার হাতে ছ্যাঁক খাইলেও, কঠিন মাইর খাইলেও তারেই আজীবন ভালোবাসে... পাকিস্তান অতীতে কি করসে আমাদের সাথে, তার জন্য ক্ষমা না চাওয়া সত্বেও সব তাদের কাছে " পাস্ট ইজ পাস্ট" ... সমস্ত কিছু তারা শুধু যে ইগনোর করে বা ভুলে যেতে চায়, তাই নয়, তার অপরাধকে খাটো করে দেখার প্রচেষ্টাও বাদ রাখে না... ' যাই হোক না কেন ওরা মুসলমান', পাকিস্তান তাদের কাছে পেয়ারা মুসলমান ভাই, তারা কি সুন্দর, পাকাস্তানিরা তাদের কাছে কি সুন্দর, ফর্সা, লম্বা চওড়া, সেক্সি এসব দেখে ঐসব বাঙ্গালী সমস্ত কিছু ভুলে দিল দীওয়ানা হয়ে যায়... তাদের পাকিস্তান মিলিটারি কি পাওয়ারফুল, তাদের কাছে পারমাণবিক বোম আছে, পাকিস্তান মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, পাকিস্তানি প্লেয়াররা ম্যাচ জিতে কি সুন্দর করে মাঠে সেজদা দেয়, অমন কেউ করে নাকি... সত্যি, কি কঠিন ভালবাসা রে!! খেলার মৌসুম আসলে মানে পাকিস্তানের খেলা থাকলে এইসব বাঙ্গালি কি সুন্দর আত্মপ্রকাশ করে!! এদের সংখ্যা কিন্তু নেহাত কম না.... এতোগুলা বছরের মধ্যে মাত্র এইবারই ভারতকে বিশ্বকাপের কোনও ম্যাচে হারাতে পারল পাকিস্তান... আর তাতেই পাকিস্তানের পেয়ারা বাঙ্গালি লাভারদের আনন্দে একেবারে অর্গাজম হয়ে যাচ্ছে... নিজেরা যে গতকাল শ্রীলঙ্কার কাছে আইক্কাওয়ালা বাঁশ খেয়ে ভূত হয়েছে সেটা যেন এদের হিসাবেই নেই!! আহারে বাঙ্গালীর পাকিস্তানপ্রীতি রে!!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




