
হত্যার মহোৎসবে মেতেছ তোমরা নিজেদের হীন স্বার্থে,
ইতিহাস তোমাদের ঠাই দেবে হত্যাকারীদের কাতারেই
নিরীহ কচি শিশুটিও রেহাই পায়নি তোমাদের রাক্ষুসে ভয়াল থাবা থেকে
ইতিহাস তোমাদের ঠাই দেবে হত্যাকারীদের কাতারেই
মানুষের ওপর নিপীড়নের ভয়াল ষ্টীমরোলার চালিয়েছ তোমরা
ইতিহাস তোমাদের ঠাই দেবে নিপীড়কদের কাতারেই
ভয়ানক জুলুমে দগ্ধ করেছো নিরীহ জনতাকে
ইতিহাস তোমাদের ঠাই দেবে জালিমদের কাতারে
নোংরা রাজনীতি ঢুকিয়ে নষ্ট করেছো দেশের প্রতিটি খাত
ইতিহাস তোমাদের ঠাই দেবে নষ্টদের কাতারেই
নির্মম লুটপাট চালিয়েছ তোমরা এই সোনার বাংলায়
ইতিহাস তোমাদের ঠাই দেবে লুটেরাদের কাতারে
চুরি চামারির মহোৎসব চালিয়েছ তোমরা এই দেশে
ইতিহাস তোমাদের ঠাই দেবে চোরদের কাতারে
মানুষের আবেগ নিয়ে বিবেক নিয়ে প্রতারণা করেছো তোমরা সাংঘাতিকভাবে,
ইতিহাস তোমাদের ঠাই দেবে প্রতারকদের কাতারে
দেশের স্বার্থ নির্মমভাবে বিকিয়ে সন্তুষ্ট করেছো বিদেশী প্রভুদের
ইতিহাস তোমাদের ঠাই দেবে বেঈমানদের কাতারে
দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকটা করেছো তোমরা
ইতিহাস তোমাদের ঠাই দেবে বিশ্বাসঘাতকদের কাতারে
দুর্নীতির সর্বনাশা স্রোতে ভাসিয়ে নষ্ট করেছো দেশকে
ইতিহাস তোমাদের ঠাই দেবে নষ্টদের কাতারে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



