আগামীকাল শহীদ নুর হোসেন দিবস কে কেন্দ্র করে ছাত্র জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ এবং জুলাই বিপ্লবের অন্যতম সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে।
আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে সকল নেতাকর্মীদের মাঠে নামতে বলা হয়েছে। রবিবার বিকাল ৩ ঘটিকায় গুলিস্তান থেকে বর্তমানে ক্ষমতায় থাকা ইউনূস সরকার কে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আনতে সমর্থকদের ঘর থেকে বের হয়ে আন্দোলনে শরীক হওয়ার আহবান জানানো হয়।
বর্তমান সরকারের প্রেস সচিবের পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মসূচি কে কঠোর ভাবে দমনের হুশিয়ারি দেয়া হয়। গণঅভ্যুথানের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তিকে কোনো মিছিল এবং সমাবেশ করতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী কে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল কে রাজপথে মোকাবিলার জন্য বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিচারের দাবীতে সমাবেশ এবং মিছিল করবে বলে জানা গিয়েছে। যে কোনো মূল্যে বাংলাদেশের মাটিতে পুনরায় ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে প্রতিহত করা হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানান।
জুলাই বিপ্লবের অন্যান্য সহযোগী সংগঠন বিএনপি, জামায়াত, গণ পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আগামীকাল কোনো কর্মসূচি দেয়া হয়েছে কিনা এখন পর্যন্ত জানা যায় নি।
আওয়ামী লীগের বর্তমানে জনসমর্থন নেই বললেই চলে। নেতাকর্মীরা ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সারাদেশে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে বা বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।আগামীকাল রাস্তায় নামার মতো সেই মানসিক শক্তি আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের জুলাই-আগস্টের মতো জনসমর্থন আছে কিনা আগামীকাল গণজমায়েতে সাধারণ মানুষের অংশগ্রহণের উপর নির্ভর করছে।