
সম্প্রতি ইন্ট্রাম সরকারে তিনজন নতুন উপদেষ্টার নিয়োগ নিয়ে অফলাইন-অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।যদিও এসব নিয়োগের ক্ষেত্রে সরকার সকল প্রকার যাচাই বাচাই করে নিয়োগ দেয়ায় প্রশ্ন তোলা অবান্তর। সরকারের এই সিদ্ধান্তে জুলাই আন্দোলনের বড়ো স্টেক হোল্ডারগণ ক্ষুব্ধ। তাদের কাছে মনে হচ্ছে, এসব উপদেষ্টা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দালাল ও এদের কোনো যোগ্যতা নাই দেশ পরিচালনার। ইন্ট্রাম সরকারের মধ্যে ১২/১৩ জন উপদেষ্টা আবার চট্টগ্রাম নিবাসী। আন্দোলনের বড়ো স্টেক হোল্ডারগণ সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে রংপুর থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নতুন করে নিয়োগ দিতে রংপুরের বৈষম্য বিরোধী সংগঠন সরকারকে আল্টিমেটাম দেয়। এই দাবীতে তারা রাস্তা ব্লক করে;এতে জনজীবনে প্রচন্ড ভোগান্তি সৃষ্টি হয়।
সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েঞ্জা যাদের শেখ হাসিনার পতনের নেপথ্যের কারিগর মনে করা হয় তাদের কে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়ার জন্য ফ্যান ফলোয়াররা দাবী জানিয়ে আসছে। রাজনৈতিক বুদ্ধি পরামর্শ দানকারী এসব ইনফ্লুয়েঞ্জা তাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ না দেয়ায় সরকারের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জা গণ বিশ্বাস করেন উপদেষ্টা হিসাবে না থাকার কারণে সরকার ফেইল মারবে।
উপদেষ্টা হওয়ার দৌড়ে নাম লিখাতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা; তাদের দাবী 'বাংলা ব্লকেড' কর্মসূচি সফল ভাবে পালন করায় তাদের মধ্য থেকে ডজন খানেক উপদেষ্টা নিয়োগ দিতে হবে।
জুলাই আন্দোলনে আহত দুইশতাধিক ছাত্র-জনতা সুচিকিৎসার অভাবে গতকাল গভীর রাত পর্যন্ত রাস্তায় আন্দোলন করেছে।পরবর্তীতে ত আহতদের সচিবালয়ে দাবী দাওয়া পেশ করতে বলা হয়। তাদের দাবী গুলোর মধ্যে একটি ছিলো আহতদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে।
জুলাই আন্দোলনের সবাই শেখ হাসিনার পতন ঘটানোকে নিজেদের যোগ্যতার মাপকাঠি হিসাবে মনে করা শুরু করেছে। কিন্তূ উপদেষ্টা হসাবে নিয়োগ পেতে চাইলে আপনাকে রাজনৈতিক কানেকশান, ইন্টারন্যাশনাল রিকোগনেশন, সামরিক কানেকশন ও বিশ্ব মোড়লদের থেকে গ্রীন সিগন্যাল পেতে হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



