
উত্তরার এক রেস্টুরেন্টে সাবেক ছাত্রলীগ নেতারা মিলে গোপন মিটিংয়ে নতুন দলের নাম ঘোষণা করেন 'বাংলার মুক্তির ডাক ৭১'। ইহার সাথে ছাত্রলীগের লোগো ও পতাকার সাদৃশ্য রয়েছে। এই দলের প্রধান উদ্দেশ্য মুজিববাদ প্রতিষ্ঠা করা, সংবিধান সমুন্নত রাখা, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষা করা।এই দলের অধিকাংশ নেতারা ছাত্রলীগ হতে বহিস্কৃত সদস্য। খুব দ্রুত তারা সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
শেখ হাসিনার শাসন আমলে বিএনপির লোগো ধানের শীষের কাছাকাছি গমের শীষ প্রতীক বরাদ্দ নেয় বিএনএফ নামক একটি সংগঠন। উহার সদস্য ছিলো সব বিএনপি থেকে ব্হিস্কার সদস্যরা। এবারেও সেইম প্যাটার্ন দেখা যাইতেসে। কথিত আছে ডিজিএফআইয়ের টাকায় বিএনএফ গঠন করা হয়েছে। বাংলার মুক্তির ডাক-৭১ সংগঠন কি ছাত্রলীগের ছায়া সংগঠন নাকি কারো টেকা টুকা খাইয়া ইহা জন্ম লইয়াছে?
আওয়ামী লীগের একজন এমপি ব্যারিস্টার সুমন বিএনপির ভগ্ন দশা দেখিয়া উহার দায়িত্ব নেবার লাগিয়া শেখ হাসিনা কে অনুরোধ করিয়াছিলেন। আমাদের বর্তমান নেতা সারজিস আলম ভাইয়াও একই কাজ করিতে পারেন; বাংলার মুক্তির ডাক-৭১ সংগঠনের দায়িত্ব লইয়া উহার পাপ মোচন হইবার পারে! সারজিস ভাইয়ার নিকট বারংবার মনে হউতাছে নতুন একখান রাজনৈতিক পার্টি গঠন করিবার উদ্যোগ লওয়া উচিত। আশা করি সারজিস ভাইয়া 'বাংলার মুক্তির ডাক -৭১' সংগঠনের দিকে সুদৃষ্টি দিলে উহাদের জীবন ধন্য হইয়া যাইবে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



