গতকাল বিকাল ৪টার সময় এক্স ইসকন নেতা চিন্ময় দাস কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।আজকে দুপুরের দিকে জামিন আবেদন না মঞ্জুর করে চিন্ময় দাস কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত! এদিকে চিন্ময় দাস কে গ্রেফতারের প্রতিবাদে জুলাই অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড ফরহাদ মজহার কড়া প্রতিবাদ জানিয়েছেন! ফেইসবুক একাউন্ট থেকে দৈনিক ইনকিলাবের সৌজন্যে ফরহাদ মজহারের স্টাটাসের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো :
"বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিন, সনাতন ধর্মাবলম্বীসহ ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করুন, আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন। হিন্দু মানেই দিল্লির দালাল, বিজেপির এজেন্ট, হিন্দুত্ববাদী এ ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন।
সর্বোপরি আমাদের বুঝতে হবে- আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে নয়, বরং বিরুদ্ধে। মোটা মাথা ও ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সেটা মোকাবিলা করা যাবে না। মূর্খতা পরিহার করুন। যারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতি ব্যাখ্যা করেন ও ক্রমাগত গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেন, তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এন্টেনা সাফ ও তীক্ষ্ণ করুন।
জুলাই ২০২৪ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার যে শর্ত তৈরি হয়েছে, তা আমাদের বাস্তবায়ন করতে হবে। সেটা সম্ভব যদি আমরা পরস্পরের সাথে কথা বলি এবং জাতীয় ঐক্যমত তৈরির মধ্য দিয়ে গণরাজনৈতিক ধারা শক্তিশালী করে তুলি। চাই সকলের আন্তরিক চেষ্টা। আমাদের মধ্যে শুভবুদ্ধি জাগ্রত হোক। আসুন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা আশা করব, সরকার অবিলম্বে তাকে মুক্তি দিবে।
জুলাই ২০২৪ বিপ্লবের পর শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নিয়ে অন্তর্বতীকালীন উপদেষ্টা সরকার গঠিত হয়েছে। একদিকে গণঅভ্যুত্থানের স্পিরিট, অন্যদিকে তথাকথিত আইন ও সাংবিধানিকতার আওয়ামী ফাঁদ – উভয়ের টানাপড়নে পুরোনা ফ্যাসিস্ট আওয়ামী রাষ্ট্রই আসলে কায়েম রয়েছে। আমরা অত্যন্ত দুর্বল, অকার্যকর এবং ভাত দেবার মুরোদ নাই কিল মারার গোঁসাই টাইপের একটি অথর্ব সরকার পেয়েছি।"
ফরহাদ মজহারের পোস্ট দেখে আমি কিংকর্তব্যবিমূঢ! একজন মানুষের এক অঙ্গে কত রূপ মাইরি! ফরহাদ মজহারের এই বহুরূপী চরিত্র বুঝে উঠা উনার মুরিদানের পক্ষে সম্ভব হচ্ছে না।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩