বাংলাদেশপন্থীরা ভারত ও পাকিস্তানপন্থীদের হাউকাউতে অতিষ্ঠ। ভারত ও ভাদা রা মনে করে ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা করে স্বাধীনতা এনে দিয়েছে। অন্যথা বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ ও পাকিস্তানের যুদ্ধে জয়ী দেশ লিখে সার্চ করলে অদ্ভূত কিছু তথ্য পাওয়া যায়। এদিকে যারা এন্টি-ভারতীয় যেমন: ব্যারিস্টার ফুয়াদের মতো লোকেরা ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস মানতে নারাজ। তারা নতুন বিজয় দিবস সন্ধানে করছে। তারাও মনে করে ১৬ই ডিসেম্বর ভারত জয়ী হয়েছে বাংলাদেশ নয় !
সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে অহেতুক উত্তেজনা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের পর এন্টি ভারতীয় সেন্টিমেন্ট তুঙ্গে থাকায় বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছে পাকিস্তানের সু-সম্পর্ক রাখা উচিত নিজেদের নিরাপত্তার স্বার্থে। পাকিস্তানও খুব আগ্রহ নিয়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে চেয়েছে বলে প্রতীয়মান হয়। ভিসা ফ্রী, জুলাই আহতদের চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে মনে হয়েছিলো পাকিস্তান-বাংলা সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানের দিকে যাচ্ছে। পাকিস্তান হয়তো একাত্তর সালে বাংলাদেশ সৃষ্টির বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে বাংলাদেশ কে সহায়তা করবে। কিন্তু আসল বাস্তবতা পুরোপুরি ভিন্ন।
ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। ভারতের প্রধান নরেন্দ্র মোদি ভাষণ দিয়েছেন। পরদিন পাকিস্তানের প্রধান শাহবাজ শরীফ ভাষণ দিয়েছেন। শাহবাজ শরীফের ভাষণে পুনরায় ১৯৭১ সালের বক্তব্য উঠে আসায় বাংলাদেশ পন্থীরা অবাক হয়েছে। পাকিস্তান নাকি ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা করে ১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছে। ভারত বেলুচিস্তান স্বাধীনতার পিছনে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।
পাকিস্তান আজ ২০২৫ সালে দাঁড়িয়েও মনে করে তারা ১৯৭১ সালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশের কাছে নয়। ভারত যদি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং না দিতো পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হতো না। পাকিস্তানের আসল মনোভাব খুব দ্রুতই প্রকাশ পেয়েছে। পাদা রা এখন মুখ লুকানোর জায়গা খুজছে। জুলাই অভ্যুত্থানের পর যারা প্রমাণ করার জন্য মরিয়া ছিলো যে ভারত আমাদের সবচাইতে বড়ো দুশমন আর পাকিস্তানই আমাদের সবচাইতে বড়ো ইয়ার দোস্ত তাদের এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না। পাকিস্তান যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিতে চায় না এর চেয়ে বড়ো প্রমাণ আর কি হতে পারে ?
ভারত তাদের দেশে জঙ্গী এট্যাক করার পিছনে পাকিস্তানকে দায়ী করে হামলা করেছে। পাকিস্তান তার পাল্টা জবাব দিয়েছে। পুরো যুদ্ধটা ভারত-পাকিস্তানের অমীমাংসিত ইস্যু নিয়ে হয়েছে। কিন্তু পাকিস্তানের শাহবাজ শরীফ ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে এনে বাংলাদেশের স্বাধীনতা কে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সময়ের যুদ্ধের অনুষঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করে দিচ্ছেন। পাকিস্তানের এমন কর্মকান্ড দেখে বারবার মনে পড়ে কাক্কুর সেই আমোঘ বানী :
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৫ রাত ১২:৫৬