'' আওয়ামী লীগের সমস্যা হলো --- আওয়ামী লীগ যারা করে না, তাদেরকে তাঁরা রাজাকার ভাবে।
জামাতের সমস্যা হলো --- জামাত যারা করে না, তাদের কে তাঁরা কাফের ভাবে এবং নাস্তিকও বলা শুরু করেছে।
বিএনপি'র সমস্যা হলো --- কোন পক্ষে থাকলে ভালো হবে বুঝতে পারে না।
জাতীয় পার্টির সমস্যা হলো--- চাচা (এরশাদ) কখন কি বলবে, অনুমান করতে পারে না।
জনগণের সমস্যা হলো--- সব দল তাদের নাম ভাঙ্গাইয়া নিজেদের স্বার্থ হাসিল করে কিন্তু জনগণ সব বুঝেও চুপ করে থাকে।
আমার সমস্যা হলো --- আমি কিছু লিখলেও ঝামেলা, না লিখলেও ঝামেলা।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


