ওরিয়ানা ফ্যালাচি ইটালীর বিখ্যাত মহিলা সাংবাদিক। রোম থেকে প্রকাশিত এল ইউরোপিয় পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘদিন। সত্তরের দশকের প্রায় পুরো সময় জুড়ে বিশ্বের বিতর্কিত বহু রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাজনৈতিক ব্যক্তিক্তের সাক্ষাৎকার গ্রহন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এসব সাক্ষাৎকার বিশ্বের প্রধান সকল ভাষায় অনূদিত ও পুন: প্রকাশিত হয়।
বাংলাদেশ স্বাধীন হবার পর ফ্যালাচি স্বাধীনতার পক্ষ ও বিপক্ষে জড়িত চার ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেন। তারা হচ্ছেন শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভূট্টো ও হেনরি কিসিঞ্জার। ১৯৭৭ সাল পর্যন্ত গৃহীত ফ্যালাচির সাক্ষাৎকারগুলো ইন্টারভিউ উইথ হিস্টরী গ্রন্থে সংকলিত হয়েছে। এই বই সারা দুনিয়া জুড়ে আলোড়ন তোলে। রাজনীতি সচেতন পাঠকের জন্য গুরুত্বপূর্ণ বই এটি।
এই বইয়ে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকারের মধ্য দিয়ে তৎকালীন রাজনৈতিক অবস্থার একটি চিত্র ফুটে উঠেছে। এছাড়া স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের যুদ্ধাপরাধের বিষয়টি উঠে এসেছে এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে। বাংলাদেশের মিডিয়ার সীমাহীন পক্ষপাতিত্ব ও বিক্রি হওয়া বুদ্ধিজীবীদের ক্রমাগত ও পরিকল্পিত মিথ্যাচারের তোড়ে ভেসে গেছে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিকটি। সন্দেহ নেই পাকিস্তানী বাহিনীর যুদ্ধাপরাধ ইতিহাসের অন্যতম বর্বর ঘটনা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী বাহিনীর বর্বরতাও কম রোমহর্ষক নয়। উভয়টিই শান্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে নিরপেক্ষ মূল্যায়ন প্রয়োজন।
বিষয়টি সম্পর্কে ধারণা পেতে পড়ুন ওরিয়ানা ফ্যালাচির নেয়া ইন্টারভিউ উইথ হিস্টরী গ্রন্থে প্রকাশিত শেখ মুজিবের এই সাক্ষাৎকারটিঃ
.......................চলবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


