মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের আদাব আর খ্রিস্টান ভাইদের গুড ডে জানিয়ে শুরু করছি আমার এই ব্লগ । আপনারা যারা রেগুলার ব্লগে লেখেন , পড়েন আর ক্যাচাল করেন তারা হয়তো আমাকে চিনেন
প্রথম ধাপ ঃ ধরে নিলাম আপনি মোটামুটি একজন ভাল ব্লগার । আপনার প্রতিভা আছে । কিন্তু বাংলাদেশের মত জায়গায় শুধু প্রতিভা থাকলেই হয় না লিংক আর চামচামির মন মানসিকতাও থাকতে হবে আয়ের জন্য । তাই প্রথমেই নিজের সকল মূল্যবোধ, নৈতিকতা বিসর্জন দিয়ে মানসিক ভাবে প্রস্তুত হউন
দ্বিতীয় ধাপ ঃআপনার লক্ষ্য একটি বিশেষ রাজনিতিক দলের আনুগত্য । তাই তাদের সকল ভুল ত্রুটি , দুর্নীতি, স্নত্রাস, চাঁদাবাজি ইত্যাদি অন্ধের মত সহ্য করে বিরোধী দলের আগের ভুল অথবা ক্ষমতাসীন দলের গুণকীর্তন করে পোস্ট দিন। পোষ্টের সম্ভাব্য বিষয় --
* আবুলের মত দেশপ্রেমিকের জন্ম যেন ঘরে ঘরে হয়
** পদ্মা সেতুর দুর্নীতির , শেয়ার বাজার কেলেংকারি , এশিয়া কাপ জিততে না পারা , এই মওসুমে বৃষ্টি বেশি হওয়া ,আপনার গার্লফ্রেন্ড আপনারে ছাইরা যাওয়া ইত্যাদি সব কিছুর দায়িত্ব বিরোধী দলের
***পনেরই আগস্ট কেন সন্তান নেয়া উচিত না
মোদ্দা কথা আপনার সব লেখনি হতে হবে পক্ষপাতদুষ্ট আর ছাগ্লামিতে ভরপুর
তৃতীয় ধাপ ঃ উপরের বর্ণিত পন্থায় এক সপ্তাহ পুষটানোর মাথায় ইনশালালাহ আপনি একজন সহি পেইড ব্লগার হিসেবে নিয়োগ পাবেন ।
এরপর থেকে শুধু পুস্টাবেন আর আপনার পেমেন্ট বুঝে নিবেন ।
টিপস এন্ড ট্রিক্সঃ
১। কক্ষনো পোষ্টে আপনার মতের বিরোধী কারও কমেন্টের জবাব দিবেন না
২।যুক্তি ও প্রমানের ধারে কাছেও না যেয়ে মনের মাধুরি মিশিয়ে পোস্ট দিবেন
২। পোষ্টে ধোলাই বেশি পরলে কিছু কমেন্ট মুছে দিতে পারেন । সব চেয়ে ভাল হবে যারা বেশি যুক্তি তর্ক করে তাদের ব্লক করে দিলে
৩। আপনার মায়ের বয়সী কারও হজ্জ যাত্রা নিয়ে নোংরামি পোস্ট অথবা দেশের জ্ঞানী গুণীদের ভতসনা মূলক পোস্টে পেমেন্ট বেশি । যদি নোবেল প্রাপ্ত কাওকে নিয়ে হয় তা হলে তো কথাই নেই
উৎসর্গ ঃ ক্যানাডিয়ান এক ভদ্রলোককে ,যিনি এই পথের দিশারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


