সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ট মানুষ বিশ্বমানবতার একমাত্র মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ(দঃ) ছিলেন সমগ্র মানব ইতিহাসে মহান আল্লার পক্ষ হতে শুধু মানুষ নয় সকল সৃষ্টির জন্য শ্রেষ্ট পুরস্কার । তিনি ছিলেন মহান রবের পক্ষ হতে সকল প্রানীর জন্য রহমত স্বরুপ।
যখন আরব বিশ্বসহ সমগ্র পৃথিবীব্যাপী মারামারী, হানাহানী,হত্যা,লুন্ঠন, বেবিচার জুলম নির্যাতন সহ এমন কোন অপরাধ ছিলনা যা মানুষ করতনা। ন্যায় অন্যায়ের বিবেচনা বোধশক্তি মানুষ হারিয়ে ফেলেছিল। মানুষ মানুষের প্রভু সেজে বসেছিল। অধিনস্থ কর্মচারির মুখ খোলার কোন অবকাশ ছিলনা। গৃহপালিত পশুর সাথে মানুষ যে আচরন করে মানুষ অধিনস্তদের সাথে অনুরুপ আচরন করত। মানুষের কোন অধিকারই তখন স্বীকৃত ছিলনা। ঐতিহাসিক আমির আলির ভাষায় " পৃথিবীর ইতিহাসে নবী আগমনের এমন মাহেন্দ্রক্ষন আর কখনো পরিলক্ষিত হয়নি। হযরত ঈসার (আঃ) ইন্তেকালের পাঁছশতাধিক কাল নবী না আসার কারনে পৃথিবীর মানুষ অহির জ্ঞান হতে বঞ্চিত হয়ে যাওয়ায় কোন আদর্শ তখন ছিলনা । দীর্ঘদিন পৃথিবীবাসী কোন পথ প্রদর্শক পায়নি। মানবজাতি যখন জালেমের জুলম হতে মুক্তির জন্য দিশেহারা এমন একটি পরিস্থিতিতে ঘোর অমানিষার রাতের অন্ধকার ভেদ করে প্রভাতের সুর্যের মত আর্বিভুত হলেন মানব ইতিহাসের শ্রেষ্ট বিপ্লবী মুহাম্মদুর রাসুলুল্লাহ (দঃ) ।
তিনি কোন বিশেষ জাতি বিশেষ গোত্র কিংবা বিশেষ দেশ বা এলাকার জন্য প্রেরিত হননি বরং সকল মানুষের সকল যুগের এবং সমগ্র বিশ্বের জন্য একান্ত রহমত স্বরুপ তিনি প্রেরিত হয়েছেন। জর্জ বার্নাডশ যর্থাতই বলেছেন "পৃথিবীর শাসন ব্যবস্থা একনায়কতন্ত্র হত এবং সেই নায়ক যদি মুহাম্মদ (দঃ) হতেন তাহলে আজ সমগ্র পৃথিবীতে শান্তির সুবাতাশ পরিলক্ষিত হত"। আজ বাংলাদেশে মানবাধিকার যেভাবে ভুলুন্ঠিত হচ্ছে এমতাবস্তায় রাসুলেপাক (দঃ) এর বিপ্লবী আহবানের দিকে দৃষ্টি দেওয়া কি খুবই জরুরী নয় ? এক এগার এর পূর্বে পত্রিকার পাতায় বাংলাদেশে মানবাধিকার লঙ্গনের খবরের ঠেলা এতবেশী ছিল যে, রিকসাওয়ালার সাথে হাতাহাতি হলেও তা সংবাদের পাতায় স্থান করে নিয়াছি। স্বামী স্ত্রীর মনোমালিন্যের খবরও মানবাধিকারের চরম লঙ্গন শিরোনামে পত্রিকার পাতা দখল করেছিল। আর এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহতের ঘটনার জের ধরে সাড়াদেশে চিরুনী অভিযানের নামে সাধারন ছাত্র জনতা কিভাবে নির্যাতিত হলো তথাকথিত মানবাধিকার কর্মীরা তখন কোথায় ছিলেন ? ইডেন কলেজে ছাত্রীদের দিয়ে দেহ ব্যবসায় বাধ্য করা হল এই বিষয়ে তাদের পক্ষে কোন সভা সেমিনার করে প্রতিবাদ করা মানববন্ধন করা ইত্যাদিতে মানবাধিকার নেতা কর্মীদের পাওয়া গেলনা , সম্প্রতি জুলুমের আরেক শীকার বিশিষ্ট কলামিষ্ট , শিল্পপতি , জাতীয় পত্রিকা দৈনিক আমারদেশের সম্পাদক জনাব, মাহমুদুর রহমান। শুধুমাত্র সরকারের ভুলত্রুটি প্রকাশের দায়ে তাঁকে স্বাধীন দেশে নির্যাতন করে মেরে ফেলার অপচেষ্টা করা হচ্ছে , তার উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে অথচ তথাকথিত মানবাধিকার নেতা কর্মীরা এখনো চুপ। তাদের দৃষ্টিতে এটা কি মানবাধিকার লঙ্গন নয় ?
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



