প্রতিবারই ম্যাচে হেরে যাবার পরে আমাদের অধিনায়ক মশাই একটা ‘কমন’ কথা বলেন, এই ম্যাচে অনেক অভিজ্ঞতা হলো । আগামী খেলায় এই অভিজ্ঞতা কাজে লাগানো হবে । তবে কি কি অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতার কতোটুকু কি কাজে লাগানো হলো সেটা আর আমাদের জানা হয় না । এই বিশ্বকাপের খেলা দেখে দর্শক হিসেবে আমাদের কিছু অভিজ্ঞতা হলো । বাংলাদেশ ক্রিকেট দলের বিজ্ঞ কর্তাবাবুরা আগামীতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন ,
১ ) বাংলাদেশের গ্রুপে ‘ল্যান্ড’ ব্যতিত অন্য কোনো দেশ রাখা যাবে না । অর্থাৎ বাংলাদেশের গ্রুপে থাকবে, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা স্কটল্যান্ড ।
২ ) ‘ডু অর ডাই’ টাইপের ম্যাচগুলো অবশ্যই চট্টগ্রামে হতে হবে, কোনো ভাবেই ঢাকাতে হতে পারবে না ।
আপনি কি বলেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



