দেখে বিশ্বাস করা কঠিন ছোট্ট ও অগভীর এই ডোবায় গত ১১ই জুলাই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা দেখে ফেরার পথে ছাত্রদের বহনকারী ট্রাক উলটে এখানে অর্ধ শত ছাত্রের সলিল সমাধি হয়েছে ।
২ )
বিভিন্ন সংগঠনের শোকের ব্যানারে পুরো এলাকাটাই যেনো শোকে স্তব্ধ হয়ে আছে ।
৩ )
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশ নিয়েছিলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা। ছোট ভাইদের খেলা দেখতে গিয়ে দূর্ঘটনায় যারা প্রাণ হারালো তাদের বেশির ভাগই এই আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র । বাকিদের দুই জন কলেজের এবং তিন জন মাদ্রাসার।
৪ )
আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন মিডিয়া কর্মীদের ব্যস্ততা । কার আগে কোন নতুন তথ্য জনগনের কাছে তুলে ধরবে চলছে সেই প্রতিযোগীতা ।
৫ )
আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
৬ )
দূর্ঘটনায় পড়েও ভাগ্যক্রমে বেঁচে যাওয়া চার ছাত্রের জবানবন্ধি নিচ্ছে, তদন্ত কমিটি । ছাত্ররা জানায় ড্রাইভার খুব দ্রুত ট্রাকটি চালাচ্ছিলো । তাকে ধীরে চালাতে বললে সে ছাত্রদের ধমক দিয়ে চুপ থাকতে বলে ।ড্রাইভারের ঠিক পেছনে থাকা এক ছাত্র জানায় সে লুকিং গ্লাসের মাধ্যমে দেখেছে ট্রাক চালানোর সময় ড্রাইভার মোবাইল ফোনে কথা বলছিলো ।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণকারী আবু তোরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার কান্তি রায় জানান তার বিদ্যালয়ে মোট নয়জন শিক্ষক/শিক্ষিকা রয়েছেন । এই নয়জনের মধ্যে একমাত্র তিনিই শিক্ষক, বাকি আট জনই শিক্ষিকা। ফলে তাদের পক্ষে ছাত্র/ছাত্রীদের সাথে যাওয়া সম্ভব হয় নি।
একটি বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকার অনুপাতটিও ভেবে দেখা প্রয়োজন ।
৭ )
৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান সড়ক এবং জনপথ অধিদফতরের চট্টগ্রাম জোনের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ইবনে আলম হাসান ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ।
৮ )
বেলা সোয়া তিনটায় হেলিকপ্টারে করে আবুতোরাব উচ্চবিদ্যালয়ের মাঠে এসে পৌঁছান বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব সাবেক মন্ত্রী মেজর (অবঃ) আব্দুল মান্নান ।
৯ )
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডাঃ বি, চৌধুরী ও মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে দূর্ঘটনার বিবরন শুনছেন ।
১০ )
উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাও ।
১১ )
বক্তৃতা করছেন মিরশরাই উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন । তিনি শোকে কাতর মিরসরাইবাসীর পাশে এসে দাঁড়ানোর জন্য বিকল্পধারা বাংলাদেশের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান ।
১২ )
বক্তৃতা করছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান । তিনি বলেন, আমাদের আরো দায়িত্বশীল হতে হবে । কোনো শিক্ষক কিংবা অভিভাবকের তত্ত্বাবধান ছাড়াই এতোগুলো ছোট ছোট বাচ্চাকে একটি ট্রাকে করে পাঠানো সঠিক হয় নাই ।
১৩ )
বক্তব্য রাখছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডাঃ বি, চৌধুরী। তিনি বলেন, একটি হত্যার জন্য যদি ফাঁসি হয় তাহলে এতোগুলো প্রাণহানীর বিচার কি হতে পারে ? তিনি এর সাথে জড়িতদের দ্রুত বিচার দাবী করে বলেন, স্কুলের অভিভাবক, শিক্ষক, স্থানীয় প্রশাসন যদি তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতেন তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেতো। ফিটনেস বিহীন যানবাহন এবং অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে তিনি মতামত দেন ।
১৪ )
বক্তব্য শেষে অকাল প্রয়াত ছাত্রদের রূহের মাগফেরাত কামনা করে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডাঃ বি, চৌধুরী নিজেই মোনাজাত পরিচালনা করেন ।
১৫ )
মোনাজাতে অংশ গ্রহণকারীদের একাংশ ।
১৬ )
উপস্থিত অভিভাবকেরাও মোনাজাতে অংশ নেন ।
১৭ )
দূর্ঘটনায় সন্তানহারা কয়েকজন মা !
১৮ )
মোনাজাতে অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরাও ।
১৯ )
অর্থমূল্যে সন্তান হারানোর ক্ষতি পূরণ হয় না । তবুও তাদের একটু সান্তনা দেবার জন্য দূর্ঘটণায় নিহতদের প্রত্যেক পরিবারকে বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে নগদ পনের হাজার টাকা তুলে দেয়া হয় ।
২০ )
নিহত ছাত্রদের অভিভাবক সনাক্ত করছেন উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইদ কুতুব ।
২১ )
কোনো পরিবার যাতে ক্ষতি পূরণ প্রাপ্তি থেকে বঞ্চিত না হন সে জন্য নিহত ছাত্রদের তালিকা ধরে ধরে তা নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইদ কুতুব ।
২২ )
পুত্র শোকে পাথর হয়ে যাওয়া এক মা !
২৩ )
বেদনায় কাতর আর এক দূর্ভাগা মা !
২৪ )
বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াকে সাক্ষাতকার দিচ্ছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডাঃ বি, চৌধুরী ।
২৫ )
অবশেষে বিদায়ের পালা ।
২৬ )
বিদায়ের এই মূহুর্তটিকে স্মৃতির ফ্রেমে ধরে রাখার চেষ্টা উৎসুক জনতার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



