ব্লগে আজ দুটি সড়ক দুর্ঘটনার খবর পড়ে খুবই মন খারাপ লাগতেছে।ঘটনা গুলো পড়তে ক্লিক করুন এবং ক্লিক করুন ।
আমি আরব আমিরাতে বসবাস করি,সেখানের কিছু তথ্য দিয়ে আমাদের নিজেদের সচেতনতার দৃষ্টিপাত করছি।সেখানে প্রতিটি প্রধান প্রধান সড়কে ওভার ব্রীজ,আন্ডার ব্রীজ রয়েছে।এবং যেখানে সধারনত যাঞ্জট কম হয় সেখানে নির্দিষ্ট কিছু চিহ্ন আছে,যা পথচারী এবং চালক উভয়কে অবস্যই মেনে চলতে হবে,নতুবা অমান্য কারীকে অর্থদন্ড,কারাদণ্ড ইত্যাদি শাস্তি ভোগ করতে হবে।এছাড়াও লাইসেন্স বাতিলের আইন ও রয়েছে,এবং তারা তাদের আইন প্রয়োগে কোন ধরনের অবহেলা বুধ করেনা।
একটি ঘটনা,একবার আমি রাস্তা পারাপারের জন্যে মাত্র দুই থেকে তিন মিনিট রাস্তায় দাঁড়ানো দেখে একজন ট্রাফিক পুলিশ নিজে এসে তাতক্ষনিক সিগনাল দিয়ে গাড়ি দাড় করিয়ে আমাকে বললো (তাদের ভাষায় ইয়াল্লা সীর বাবা ) তাড়াতাড়ী যাও।বাসায় এসে কিছুক্ষণ অবাক চিন্তা করলাম নিজের দেশের ট্রাফিক ভাইদের ব্যাবহরের কথা চিন্তা করে।রাস্তায় পার্কিং পেলেস ছাড়া ঘাড়ী দাড় করানোর সর্বচ্চো সময় ২ মিনিট,তাও মেইন রাস্তায় নয়।যা আমাদের দেশের জন্যে বাপের বিটায় মন্দির দাড় করানোর মত।
অবস্য শুধু শুধু আমাদের ট্রাফিক ভাইদের (!) দুষ দিয়ে ফায়দা নেই।কারন আমাদের নিজেদেরও অসচেতনতা রয়েছে।নিচে আমাদের নিজেদের সচেতনতার জন্যে কিছু ট্রিপ দিলাম যা আমাদের নিজেদের জীবনের জন্যে অপরিহার্য।
১।পারাপারের সময় তাড়াহুড়ো না করে রাস্তার উভয় পার্শ ভালো করে দেখার পর পাড়ি দেবেন।
২।যথা সম্ভব মেইন রাস্তা হতে দুরবর্তী অবস্তানে চলাফেরা করবেন।
৩।সব সময় ট্রাফিক আইন মেনে চলবেন।
৪।সামান্য সময় বাচাবার জন্যে ট্রাফিক সিগনাল ছাড়া রাস্তার মধ্যদিয়ে পাড়ি দেবান না।
৫।মোড় রাস্তায় গাড়ীর স্পীড সর্বনিম্নে (কন্ট্রলে) নিয়ে আসুন,এবং মোড় রাস্তায় পারাপারের সময় সর্বাত্বক চক্ষুস হোন।
৬।গাড়ী স্টার্ট দেয়ার পুর্বে মিরর (দুই সাইডের গ্লাস),সামনা ও পেছন সাইড দেখে,গাড়ী নিউটেল,গিয়ার ইত্যাদি চেক করে গাড়ী স্টার্ট করুন।
৭।ট্রাফিক আইন সম্পর্কে নিজে সচেতন থাকুন,অন্যজনকে ও সচেতন করুন।
মনে রাখবেন আপনার সামান্য অসচেতনতা নিয়ে আসতে পারে আপনার জীবনে চরম দুর্ভুগ।হয়ত বহন করতে হবে চিরদিনের জন্যে পঙ্গুত্ব।আথবা আপনার আপনজন হতে পারে প্রীয়জনহারা।সুতরাং আজ হতেই স্বপথ নিই সচেতনতার।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




