ঈদ আমাদের
মনসুর আজিজ
ঈদ আমাদের ছোট্ট মনে চাঁদ বিলাবার দিন
ঈদ আমাদের হাজার তারার স্বপ্নতে রঙিন
ঈদ আমাদের ভোর সকালে গন্ধ নেওয়া ফুলের
ঈদ আমাদের নামাজ শেষে ক্ষমা চাওয়া ভুলের
ঈদ আমাদের বুক মিলাবার কাঁধ মিলাবার দিন
ঈদ আমাদের হীরের কুচি খোশ বিলাবার দিন
ঈদ আমাদের মায়ের আদর বাবার স্নেহ হৃদয় ভরে নেবার
ঈদ আমাদের তার কিছুটা দীন দুখিদের দেবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




