
তিমির রাত্রি , চোখ ঝাপসা ,
ঠক ঠক ঠক ঠক।
কে এলো দুয়ারে অবেলায়,
খুব চিনতে পারবো না হয়তো
জীবনের অন্তিম বেলায়।
কাঁপতে কাঁপতে গেলাম
ঠেলে দুয়ারের সামনে ,
খুলে দেখি এক মহিয়সী নারী
আছেন দাঁড়িয়ে।
আগন্তুক , নির্বিকার চেয়ে
ঠায় দাঁড়িয়ে ,মিষ্টি মিষ্টি হাসে ,
কিঞ্চিৎ পানি ভরে উঠেছে ,
বসে যাওয়া আঁখি কোণে।
দ্বিধায় পরে এদিক সেদিক
চশমা খুঁজে মরি,
বলল আমায় এসো তোমায়
জড়িয়ে আগে ধরি।
এই কণ্ঠ , শুনেছিলাম হায়
তেইশ বছর আগে ,
ছেড়ে এসেছিলাম এই মহীয়সীকে
অল্প কিছু রাগে।
চোখের আলো কমে গেছে তবু
অভিমান কমে নি ,
মহীয়সীও তাই আমায় ছাড়া
থাকতে পারেনি ।
অন্তিম বেলায় মিলন মুহূর্তে
কেঁদে বলে সব ভুল ,
বিচ্ছেদে কাটালো তেইশ বছর
জমেছে লক্ষ ফুল।
আজকে যে আর ভুল হবে না
পেয়েছি তোমায় কাছে,
অন্তর্যামী তুমি আমার
রেখেছি মনের মাঝে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




