তুই পথ চেয়ে তাই ব্যস্ত আমি
শুন্যের কুঁড়ে ঘরে ,
কত গল্প বলার বাকি রয়ে গেছে
তোর নরম হাত টি ধরে।
তুই পথ চেয়ে তাই পিছিয়ে আমি
এই স্বার্থপর নগরে ,
মাথা রাখবো তাই ছুটে আসি
তোর উষুম কোলের মাঝে।
তুই পথ চেয়ে তাই ক্লান্ত আমি
সবল দেহের মাঝে,
মুখ লুকাবো ভোরে ঘুম ভাঙলে
তোর নরম বুকের ভাঁজে।
তুই পথ চেয়ে তাই ছুটে চলি আমি
নিষিদ্ধ কাঁটাতারে ,
অভিমানগুলো সব জল হয়ে যাবে
তোর জাপটে ধরা বুকে।
তুই পথ চেয়ে তাই বেঁচে ফিরি আমি
মৃত্যু সীমানা ঘেঁষে ,
কত রাত নির্ঘুম কেটে যাবে
তোর কপালে চুমো দিয়ে।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩