কখনো বলনি,
এসো জাপটে ধরি বুকে,
এসো ভেজা চোখের ক্লান্তি নিরসন করে
কিছু সুখ উপলব্ধি করে সতেজ হও।
কখনো শুধরে দাওনি,
প্রশ্নবানে জর্জরিত করেছো সময়ে অসময়ে
আমি অভিমানী,তোমার চেয়েও কিছুটা বেশি,
উত্তর দিতে চেয়েও দেই নি তুমি কষ্ট পাবে।
আচ্ছা ,
ভালোবাসার শতদিনের চেয়ে,
বিরহের একদিনকে সঙ্গী করে চলা কি খুব সুখকর?
কখনও কি মনে হয়না,
গভীর থেকে গভীর ভালোবাসার প্রয়োজন আমাদের আছে?
বুকের বাম পাশ ডান পাশ বিভক্ত করে আর চলে না
আমার পুরোটাই তোমাতে আসক্ত,নিমজ্জিত।
তুমি তো আমার সন্ধ্যামালতী ,
সারা বেলা অপেক্ষা করে তোমার প্রস্ফুটিত রূপ দেখে আমার ক্ষুধা মিটে,
তোমার রূপ যৌবন অবলম্বিত হয় আমার চিত্রকল্পে,
আমি রঙিন তোমাকে আঁকিয়ে আরো রঙিন করে তুলি,
আমার রং ফুরিয়ে যায় ,
তুমি অবলীলায় বল আমি ভ্রান্ত ধারণায়।
আমি অভিমানী হয়ে উঠি, তোমার আশ্রয় খুঁজি আড়চোখে,
কখনো বলনি,
এসো জাপটে ধরি বুকে,
এসো ভেজা চোখের ক্লান্তি নিরসন করে
কিছু সুখ উপলব্ধি করে সতেজ হও।